ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ (IPL 2022) এর ১৮তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) কে ৭ উইকেটে পরাজিত করল।
এই পরাজয়ের পর টানা চতুর্থ ম্যাচে হারল মুম্বাইয়ের দল। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালোর। মুম্বাই ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান করে।
বেঙ্গালুরুকে দেওয়া হয়েছিল ১৫২ রানের টার্গেট। জবাবে ব্যাঙ্গালুরু এই লক্ষ্য অর্জন করে ১৮.৩ ওভারে তিন উইকেট হারিয়ে। সব মিলিয়ে আরো একটা ভালো দিন গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।
ব্যাঙ্গালোর শুরুটা মন্থর করে। পাওয়ারপ্লেতে অর্থাৎ ৬ ওভারে মাত্র ৩০ রান হলেও উইকেটের পতন হয়নি। অষ্টম ওভারে ৫০ রান পূর্ণ হয়।
পরের ওভারে ডু প্লেসিসকে প্যাভিলিয়নে পাঠান জয়দেব উনাদকাট। ৬৬ রান করে রান আউট হন অনুজ রাওয়াত।
বিরাট কোহলিকে ৪৮ রানে প্যাভিলিয়নে পাঠান ডেভাল্ড ব্রেভিস। এরপর দুই বলে দুই চার মেরে জয় এনে দেন ম্যাক্সওয়েল।
অন্যদিকে, প্রথমে ব্যাট করে রোহিত শর্মা ও ঈশান কিষাণ মুম্বাইয়ের শুরুটা ভালো করেন। গড়েন ৫০ রানের জুটি। প্রথম ধাক্কাটা আসে ৭ম ওভারে রোহিত শর্মার আউটে।
দ্বিতীয় ধাক্কাটা আসে নবম ওভারে। ওয়ানিন্দু হাসরাঙ্গার বলে ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন ডেভাল্ড ব্রেভিস। এরপর দশম ওভারে আকাশদীপ ঈশান কিষাণকে প্যাভিলিয়নে পাঠিয়ে দলকে সমস্যায় ফেলে দেন।
একই ওভারে রান আউট হন তিলক ভার্মা। এরপর কাইরন পোলার্ড আউট হলে দলের স্কোর হয় ৫ উইকেটে ৬২ রান।
প্রথম ম্যাচ খেলা রমনদীপ সিং ছয় রান করে প্যাভিলিয়নে ফেরেন। সূর্যকুমার যাদব ৩৭ বলে ৬৮ রান করেন। জয়দেব উনাদকাট ১৩ রানে অপরাজিত থাকেন।
এ দিন খেলা শেষ হওয়ার পর ম্যাচের সেরা অনুজ রাওয়াত বলেন, “নিজের পারফরমেন্সে আমি খুব খুশি। তবে দল জেতায় আনন্দ আরও বেশি হচ্ছে।
আগের ম্যাচগুলিতে শুরুটা হলেও বড় রান পাচ্ছিলাম না। এই ম্যাচে অবশেষে সেটা করে দেখাতে পেরেছি। প্রথম থেকেই আজ মাথা ঠান্ডা করে খেলার চেষ্টা করেছি।
আমি যখন ব্যাট করছিলাম তখন উল্টোদিকে বিরাট ও ফাফ’কে পেয়েছি। তাই নিজেকে ভাগ্যবান মনে হয়েছে। দলের অধিনায়ক আমার ওপর ভরসা রেখেছিল।
এটা আমার জন্য অবশ্যই একটা বিরাট ব্যাপার। রান করে দলকে জেতানো সত্যিই খুবই আনন্দের বিষয়। আশা করছি পরের ম্যাচগুলিতেও একই কাজ করে দেখাতে পারবো।”