KKR-রের বিরুদ্ধে রোহিতের ১ জোড়া রেকর্ড গড়ার দিনে,আইয়ার,নারাইনের সামনেও মাইলস্টোনের হাতছানি

আইপিএলে আজ মুখোমুখি দুই শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। তবে কেকেআরের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের পরিসংখ্যান সব সময়েই দুর্দান্ত। কেকেআরের বোলিং আক্রমণকে সামনে পেলেই জ্বলে ওঠেন রোহিত শর্মা।

এখনও পর্যন্ত কলকাতার বিরুদ্ধে আইপিএলে ১০১৫ রান সংগ্রহ করেছেন রোহিত। আইপিএলে অন্য কোন ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ১০০০-এর বেশি রান করার আর কারও কৃতিত্ব নেই।

বুধবার পুণের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এবারের আইপিএলে প্রথমবার কেকেআরের মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স।

রোহিত শর্মা এই ম্যাচেও গড়তে পারেন একজোড়া ব্যক্তিগত রেকর্ড। এছাড়া এই ম্যাচে ব্যক্তিগত মাইলস্টোনের হাতছানি রয়েছে শ্রেয়াস আয়ার, সুনিল নারিন ও জয়দেব উনাড়কটের সামনেও।

১. কেকেআরের বিরুদ্ধে ৫৪ রান করলে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মা।

কোহলির পরে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এমন দুর্দান্ত কৃতিত্ব অর্জন করতে পারেন হিটম্যান। তাছাড়া মাত্র ৮ রান করলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ৪৫০০ রান করা প্রথম ক্রিকেটারে পরিণত হবেন রোহিত।

২. নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়াস আয়ার ৬৬ রান করলে আইপিএলে ২৫০০ রান পূর্ণ করবেন। ৩২ রান করলে তিনি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৪৫০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন।

৩. মাত্র ৩৪ রান করলে আইপিএলে ১০০০ রান পূরণ করবেন সুনিল নারিন। সে ক্ষেত্রে জাদেজা ও ব্র্যাভোর পরে তৃতীয় ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ তথা আইপিএলে ১০০০ রান ও ১০০ উইকেট সংগ্রহ করার রেকর্ড গড়বেন নারিন।

৪. কেকেআরের বিরুদ্ধে ৫টি উইকেট নিলেই জয়দেব উনাড়কট টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *