KKR-রের জার্সিতে নয়া মাইলফলক টপকানোর দিনে,দুর্দান্ত ১ ছক্কায় প্রতিপক্ষের ফ্রিজ ভাঙলেন এই বিধ্বংসী ক্রিকেটার

ব্যাট কিংবা বল হাতে আইপিএলের ক্রিকেটারদের দেখা যায় হামেশাই বিভিন্ন রেকর্ড ভাঙছেন। তৈরি করছেন নতুন রেকর্ড।

তবে এবার কোনো রেকর্ড-টেকর্ড নয়, কেকেআর তারকা নিতিশ রানা এবার ভেঙে দিলেন প্রতিপক্ষ দলের ডাগআউটে রাখা ফ্রিজ। তবে এই ম্যাচে ব্যক্তিগত মাইলফলক টপকে যান রানা।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ইনিংসের ১২.১ ওভারে ব্যাট করছিলেন নিতিশ রানা। হায়দরাবাদের বোলার ছিলেন উমরান মালিক। তার করা দুরন্ত গতির একটি বলকে ছক্কা মারেন নিতিশ।

উমরান মালিকের ১৪৯.৬ কিলোমিটার গতির বলটিকে কাট শট খেলে বুদ্ধিমত্তার সঙ্গে থার্ডম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারির ওপারে পাঠিয়ে দেন কেকেআর তারকা।

বল বাউন্ডারি লাইনের বাইরে ড্রপ করেই সোজা গিয়ে আঘাত করে হায়দরাবাদের ডাগআউটে রাখা ফ্রিজে। সঙ্গে সঙ্গে ফ্রিজের দরজার কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূরণ করেন রানা। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে সব চেয়ে বেশি ব্যক্তিগত ৫৪ রান করে আউট হন তিনি।

৩৬ বলের আগ্রাসী ইনিংসে নিতিশ ৬টি বাউন্ডারি ও ২টি ছক্কার মার মারেন। অনবদ্য হাফ-সেঞ্চুরির পথে কেকেআরের জার্সিতে আইপিএলে ১৫০০ রানের মাইলফলক টপকে যান তিনি।

কলকাতাকে যদিও হায়দরাবাদের কাছে এই ম্যাচে হারতে হয়েছে। প্রথমে ব্যাট করে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৬ রান তুলে নেয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *