Bigg Boss-এর ঘরেই Pregnant ঝুমা বৌদি খ্যাত মোনালিসা?

সারা দেশের সধবা মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘায়ু প্রার্থনা করে সারাদিন নির্জলা উপোস করে করবা চৌথের ব্রতপালন করে থাকেন (The Indian married wives worshiping Karva Chauth 2021 for their husbands long life) ৷ সন্ধের পরে চাঁদ দেখে স্বামীর হাতের জল খেয়ে উপোস ভঙ্গ করেন ৷

সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি করবা চৌথ সবার কাছেই অত্যন্ত আকর্ষণীয় এক উৎসব যা ধুমধাম করেই পালন করা হয় ৷ করবা চৌথের এই বিশেষ মুহূর্তে অন্যদের মত ভোজপুরী অভিনেত্রী মোনালিসা করবা চৌথের ব্রত পালন করেছেন ৷ এই বিশেষ মুহূর্তে তিনি স্বামীকে খুব মিস করছিলেন ৷

করবা চৌথ সেলিব্রেশনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মোনালিসা (Bhojpuri actress Monalisa looks very very sexy in Karva Chauth 2021) ৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে বিশেষ সুন্দর লাগছে ঠাকুরপোদের বউদিকে ৷ শৃঙ্গার ও লাস্যে পরিপূর্ণ ঝুমা বউদি ৷

এই সময়ে সেজেগুজে মোনালিসাকে অপার সুন্দরী লাগছিল ৷ ছাপাছাপা ট্রান্সপ্যারেন্ট শাড়ি পরে মোনালিসা যেন আরও মোহময়ী হয়ে উঠেছেন (The transparent green saree makes too good impact in social media) ৷ নিজের লুককে সম্পন্ন করতে মোনালিসা সাবেকি সাজে শাড়ি পরে যেন এক বিশেষ মুহূর্তের সৃষ্টি করেছেন ৷ অফ শোল্ডার ব্লাউজ ও সোনালি রঙের গয়না পরে তিনি যেন রীতিমত ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় ৷

ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে সিঁথিতে সিঁদুর দিয়ে প্রদীপ জ্বালিয়েছেন মোনালিসা (Monalisa prefered to perform this ritual) ৷ সেজেগুজে স্বামীর সঙ্গে ভিডিও কলে কথাবার্তা বলে উপোস ভাঙলেন মোনালিসা ৷

মোনালিসার ছবিতে স্বামী বিকাশ সিং রাজপুতের সঙ্গে ননদ রিয়া সিং মন্তব্য করেছেন (Bikash Singh the husband of Monalisa was not with her during Karva Chauth) ৷ তিনিও দারুণ এক ইমোজি দিয়েছেন ৷

মোনালিসার এই লুক দেখে ভক্তরাও প্রশংসায় পঞ্চমুখ ৷ এই ছবিতে এখনও পর্যন্ত ৫২ হাজারের বেশি লাইক পড়েছে (Monalisa is very much active in social media who cuurent post crosses 52K likes) ৷

স্বামীর সঙ্গে এই মুহূর্তে মোনালিসা নেই কারণ তাঁর আসন্ন প্রজেক্টে উত্তরপ্রদেশের সোনভদ্রতে শ্যুটিং-এ রয়েছেন মোনালিসা (Right now Monalisa with her some project staying in Uttar Pradesh with video call she performs Karva Chauth rituals) ৷ তাই স্বামীর সঙ্গে না থেকেও করেছেন করবা চৌথের ব্রতর পালন

করবা চৌথে মোনালিসার শরীর থেকে যেন জেল্লা ঠিকরে পড়ছে ৷ শাড়ি পরে অনবদ্য ও সেক্সি লাগছে মোনালিসাকে ৷

করবা চৌথে সমস্ত দুপুর ঠাকুরপো-দের ঝুমা বউদি তোলপাড় করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷

কিছুদিন আগেই তাঁর একটি খবর প্রকাশিত হয়েছিল যে মোনালিসা নাকি বিয়ের আগেই বিগ বসের ঘরে প্রেগন্যান্ট হয়েছিলেন, তিনি অবশ্য জানিয়েছিলেন যে সেই কথা তিনি মজার করেই বলেছিলেন এমন কোনও ঘটনা ঘটেনি ৷ তেমনই করবা চৌথেও বড় চমক ৷ ভিডিও কলেই স্বামীর সঙ্গে সারলেন তরবা চৌথের যাবতীয় রীতিনীতি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*