ডিভোর্স চান শিল্পা শেঠি

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বিয়ে হয়েছে এক দশকের বেশি হলো। তাদের সংসারের গল্পগুলো রূপকথার

মতোই। মনোমালিন্যের গুঞ্জনও ওঠেনি খুব একটা। কিন্তু কিছুদিন আগে নায়িকার মায়ের কাছে গুরুতর

একটি বার্তা গেছে। সেখানে বলা হয়, শিল্পা ও রাজের ছাড়াছাড়ি হতে যাচ্ছে। তবে ঘটনাটি নিছকই মজা। এই ঘটনার নেপথ্যে রয়েছেন ‘বরফি’-খ্যাত পরিচালক অনুরাগ বসু।

একটি হিন্দি চ্যানেলে প্রচার চলতি রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্স থ্রি’র বিচারকের আসনে অনুরাগকে দেখা যাচ্ছে শিল্পার পাশাপাশি।

একদিন শো’র সময় শিল্পা যখন মেকআপে ব্যস্ত তখন এ বাঙালি নির্মাতা নায়িকার ফোন নিয়ে তার মাকে একটি বার্তা পাঠান।

যেখানে জানান, বেশ কিছুদিন ধরেই শিল্পার সঙ্গে রাজের প্রচুর ঝগড়া হচ্ছে। শিল্পা আর পারছেন না, তিনি ডিভোর্স চান।

এই বার্তা পেয়ে নাকি খুবই চিন্তায় পড়ে যান শিল্পার মা।

অনুষ্ঠানের আরেক বিচারক গীতা কাপুর শিল্পাকে জানান, নিছক মজা করতেই অনুরাগ এই কাজ করেছেন।

এরপর শিল্পা মাকে ফোন করে বোঝান, এই পুরোটাই অনুরাগ মজার ছলে করেছেন। চিন্তা না করতে। মাতৃত্ব ও বিচ্ছেদ সংক্রান্ত কোনো খবরে কান না দিতে।

ব্রিটিশ ব্যবসায়ী রাজের সঙ্গে শিল্পার বিয়ে হয় ২০০৯ সালে। তাদের এক ছেলে রয়েছে। এছাড়া রাজের সাবেক স্ত্রীর ঘরে রয়েছে আরেক ছেলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*