11 জন স্বামীতেও “অতৃপ্ত”! 12 নম্বর বিয়ের প্রস্তুতি 52-র মহিলার

এই মহিলা চটপট প্রেমে পড়তে ভালোবাসেন। কিন্তু, সেই সম্পর্ক প্রেমেই আটকে থাকে না। তিনি তাদের খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন আবার তা খুব বেশিদিন টেকে না। এমন চটজলদি মন দেওয়া নেওয়ার ফলে ওই মহিলার প্রাক্তন স্বামীদের নিয়ে

ক্রিকেট দল গড়ে ফেলা সম্ভব। শুনতে আজব লাগলেও ওই মহিলার 11টি বিয়ে করেও সাধ মেটেনি। 52 বছরের মহিলা এখন 12 নম্বর বিয়ের প্রস্তুতি করছেন।

Viral মহিলা। বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকমের শখ থাকে। কিন্তু, এই মহিলার শখ একটু অন্যরকম। কারণ তিনি খুব সহজেই অন্যদের নিজের মন দিয়ে ফেলেন। এর ফলে ইতিমধ্যেই তিনি 11 বার মালাবদল করে ফেলেছেন।

কিন্তু, একটি জনপ্রিয় শোতে গিয়ে বিতর্ক শুরু হয় 11নম্বর স্বামীর সঙ্গে। এরপরই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন ওই মহিলা। কিন্তু, তিনি দেরি করতে নারাজ। এখন তিনি আবার খোঁজ করছেন 12 নম্বর স্বামীর। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেন ওই মহিলা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই মহিলার নাম হল মনেট ডিয়াজ। আমেরিকার ইউটার বাসিন্দা 11 বার বিয়ে করলেও, কোনওটাই টেকেনি। তবুও হাল ছাড়তে নারাজ তিনি। 52টি বসন্ত পেরিয়ে আমেরিকার মনেট ডিয়াজ ভেবেছিলেন 11 নম্বর সঙ্গীই তাঁর মনের মানুষ। তাঁরা দু’জনে একসঙ্গে যোগ দিয়েছিলেন একটি রিয়্যালিটি শো-তে।

কিন্তু, সেই অনুষ্ঠান চলাকালীনই ফের ছন্দপতন। ঝামেলায় জড়িয়ে পড়েন তাঁরা। এর থেকেই বিচ্ছেদের দিকে গড়ায় তাদের সম্পর্কটি। কিন্তু, এতে ভেঙে পড়েননি ওই মহিলা। তিনি আবার খোঁজ শুরু করে দিয়েছেন নতুন অর্থাৎ 12 নম্বর স্বামীর। সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার খবর ভাইরাল হতেই মাথায় হাত নেটিজেনদের।

আমেরিকার মনেট ডিয়াজ নামের ওই মহিলার প্রাক্তন স্বামীদের নিয়ে ক্রিকেট দল গঠন করা গেলেও, তিনি এখনই থামতে নারাজ। তিনি সেই অনুষ্ঠানেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ভালোবাসার ব্যাপারে এখনই হাল ছাড়তে নারাজ। কিন্তু, মনেট এটাও জানিয়েছেন যে, সদ্য প্রাক্তন

স্বামীকে তিনি এতটাই ভালোবাসেন যে তাকে ভুলতে অনেকটা সময় লাগবে। মনেট জানিয়েছেন 11নম্বর স্বামীকে ভুলতে তাঁর অন্তত দু’মাস সময় লাগবে। কিন্তু, তিনি এখানেই থেমে যেতে নারাজ। তিনি এখনও দাম্পত্যের পরীক্ষা দিতে প্রস্তুত। এর জন্যই তিনি 12 নম্বর স্বামীর খোঁজ করা শুরু করা দিয়েছেন।

জানা গিয়েছে যে, আমেরিকার ওই মহিলার 11তম বিয়েও ভেঙে যাওয়ার পর, সেই ভাঙা মন দিতেই হন্যে হয়ে 12 নম্বর স্বামী খুঁজছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছেন ওই মহিলা। নেটিজেনরাও বেশ চমকে উঠেছেন ওই মহিলার এমন ঘটনা জানতে পারে

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *