৫০ পেরিয়েও কমেনি ত্বকের জেল্লা ! কত দামের লিপস্টিক ব্যবহার করেন নীতা , জানলে মাথা ঘুরবে

দেশের তাবড় তাবড় ব্যবসায়ী কিংবা সেলেব্রেটি থাকলেও আম্বানি গোষ্ঠীকে কারোর সাথে তুলনা করা হয় না। বিশ্বে প্রথম দশ জন ধনী ব্যক্তির তালিকায় থাকেন মুকেশ আম্বানি । আর এমন মানুষের জীবন যাত্রা কেমন হতে পারে তার আন্দাজ নিশ্চয়ই করা সম্ভব। তবে মুকেশ আম্বানি প্রকৃতপক্ষে খুব সাধারণ জীবনযাপন করে থাকে। কিন্তু তার স্ত্রী নীতা আম্বানি তার বিলাসবহুল জীবন শুনলে চক্ষু চরকগাছ হয়ে যাবে।

কোটি কোটি টাকার গাড়ি, শাড়ি ও গহনা সব কিছুই ব্যবহার করেন নীতা আম্বানি। শোনা যায় তিনি যে জল পান করেন তার দাম নাকি ৪০ লাখ টাকা। সাথেই দেশের সবথেকে বিলাসবহুল বাড়ি ‘অ্যান্টেলিয়া’ -তে বসবাস করেন তারা। তবে আজ আপনাদের জানাবো নীতা আম্বানির লিপস্টিক সম্পর্কে। হ্যাঁ এই লিপস্টিক যে সাধারণ নয় এবং তার ফলেই খবরের শিরোনামে উঠে এসেছে।

হালকা সাজগোজের মধ্যে সবসময়ই থাকেন নীতা আম্বানি। জানা গেছে তার কাছে যা লিপস্টিক আছে সেই টাকায় একটা গোটা ফ্ল্যাট কেনা হয়ে যাবে। বিদেশী কোম্পানির তৈরী সেসব লিপস্টিক দেশের কোথাও পাওয়া যায় না। সরাসরি বিদেশী কোম্পানির থেকে সেই লিপস্টিক নিতা আম্বানির কাছে আসে। জানা গেছে লিপস্টিকের প্রতিটি বোতল তৈরী করা হয়েছে বিশেষ সোনা ও রুপো দিয়ে।

পৃথিবীর সবথেকে দামি লিপস্টিক H. couture beauty diamond লিপস্টিক যার প্রতিটি স্টিকের দাম ১৪ মিলিয়ন ডলার। সেই সব লিপস্টিক নিশ্চয়ই ব্যবহার করেন নীতা আম্বানি। বিভিন্ন রঙের ও বিভিন্ন শেডের লিপস্টিক যা পোশাকের সাথে ম্যাচিং করে ব্যবহার করেন তিনি সেই লিপস্টিকের মূল্য ৪০ লক্ষ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *