৪৯ বছর বয়সেও নিজের রূপের আগুন দেখিয়ে ভক্তদের আকর্ষণ কারছেন মালাইকা!

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে।

অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। সম্প্রতি আবারো নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরে নেটমহলের একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।

শারীরিক ফিটনেস নিয়ে বেশ সচেতন অভিনেত্রী, সেকথা অজানা নয় কারোরই। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করেন মালাইকা। তার একাধিক ঝলক প্রায়ই মেলে সোশ্যাল মিডিয়ার পাতাতে। অবশ্য সেকথা তার ফিগার ও ফিটনেস দেখেই স্পষ্ট সকলের কাছে।

তবে অভিনেত্রীর সাম্প্রতিক ডেট লুক রীতিমতো নজর কেড়েছে সকলের। তার হাসিতে আবারো মুগ্ধ অভিনেত্রীর ভক্তমহলের একাংশ। সম্প্রতি অভিনেত্রী নিজের এই লুক শেয়ার করে নিয়েছেন নিজেই। আর সেই সূত্র ধরেই আপাতত চর্চিত হচ্ছেন তিনি।

সম্প্রতি অভিনেত্রী একটি রিল ভিডিও শেয়ার করে নিয়েছেন যেখানে অভিনেত্রীর সাম্প্রতিক লুকের একাধিক ঝলক রয়েছে। এদিন মালাইকাকে হালকা পার্পেল রঙের একটি সাইড স্লিটেড পোশাকে দেখা গিয়েছে। স্প্যাগেটি স্ট্রাপড্ এই পোশাকের সাথে খোলা চুলে মানানসই হালকা মেকাপ নিয়েছিলেন অর্জুন প্রেমিকা। সাথে পরেছিলেন গোল্ডেন হাই হিলও। সাথে ক্যাপশনে লিখেছিলেন, তিনি নিজের এই লুক ভীষণ পছন্দ করছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *