৩৬ বছর বয়সে যৌবনের আগুনে হাজারো যুবকদের পুড়ে ছাই করলেন পূজা, এবার দেখা গেল ট্রান্সপারেন্ট পোশাকে!

দিন কয়েক আগেই ৩৬ বছর বয়সে পা দিলেন অভিনেত্রী পূজা ব্যানার্জী। তবে তাঁর যৌবনের আগুনে ইতিমধ্যেই পুড়ে ছারখার হাজারো যুবক। অভিনেত্রীর এখন সোশ্যাল মিডিয়া জুড়ে অবাধ জনপ্রিয়তা। ইনস্টাগ্রামে মিলিয়ন ফলোয়ার্স আছে যেখানে ওয়েস্টার্ন ও ছোট পোশাকের ফটোতে সবার মন কেড়ে নেয় বঙ্গতনয়া।

আবারো ভাইরাল হলো পূজার দুর্দান্ত ঘাম ঝরানো ট্রান্সপারেন্ট পোশাকের কয়েকটি ফটো। তাঁর পরনে দেখা গেল থাই হাই স্লিট নেটের ড্রেস। যার মাধ্যমে তাঁর উরু দুটি দেখা যাচ্ছে। পোশাকটি নেটের হবার কারণে পূজার শরীরের বেশিরভাগ অংশ ক্যামেরায় স্পষ্ট।

সেই কারণেই উষ্ণতা যেন হাতছানি দিয়েছে নায়িকার এহেন রূপে। মা হবার পরেও কিভাবে নিজেকে এতসুন্দর রেখেছেন তা জানতে হয়তো সবাই উৎসুক। তাঁর জন্মদিনে সবাইকে ধন্যবাদ জানানোর জন্য এই পোস্ট করেছিলেন পূজা যা নিজেই ক্যাপশনের মধ্যে দিয়ে জানিয়েছেন। ফটোতে ব্যাক ড্রপ পোজ, খোলা চুল, ন্যুড মেকআপ লুক পূজার সৌন্দর্য করে তুলেছে দ্বিগুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *