এ ভাবেই ফিরে আসা যায়। মেগা নিলামে প্রথমবারের বিডে কোনও দল তাঁর জন্য দর হাঁকেনি। অবিক্রীত থেকে গিয়েছিলেন উমেশ যাদব।
দ্বিতীয়বার নিলামে উঠলে তাঁকে তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। সেই উমেশই চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট নিয়ে বেগুনী টুপির মালিক।
আগুনে পেসের সাহায্যে প্রতি ম্যাচেই ৩৪ বছরের ‘বিদর্ভ এক্সপ্রেস’ বুঝিয়ে দিচ্ছেন যে তিনি কতখানি সাবলীল। ২৩ রানে ৪ উইকেট নিয়ে ফের একবার ম্যাচের সেরা হলেন টিম ইন্ডিয়ার এই জোরে বোলার।
কিন্তু কীভাবে এই ‘বুড়ো ঘোড়া’কে মোটিভেট করা হল? ম্যাচের শেষে অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, “‘উমেশ আমায় বলেছিল যে ও নাকি বুড়ো হয়ে যাচ্ছে।
জবাবে আমি ওকে বলি ও দিন দিন আরও ফিট হচ্ছে। আমি যখনই জিমে যাই, ওকে সেখানে কঠোর পরিশ্রম করতে দেখি। জানি কীভাবে ওর থেকে কাজ আদায় করে নিতে হয় এবং সত্যি বলতে ও দারুণ একজন সতীর্থ।”