মিঠুন চক্রবর্তী এবং পদ্মিনী কোলাপুরি, দুজনেই বলিউডের মহাতারকা। ৭০-৮০ এর দশকে বলিউডে সুপারস্টার নায়কদের বিপরীতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন পদ্মিনী। সেই সময় মিঠুনও তারকাদের খাতায় নিজের নাম লিখিয়ে নিয়েছিলেন। এই দুই সহ-অভিনেতার মধ্যে দারুণ বন্ধুত্বও ছিল। বন্ধুত্বের খাতিরে বান্ধবীর জন্য বাস্তবেও সিনেমার মত অভিনয় করতেন মিঠুন।
সময়টা ছিল তখন ১৯৮৬ সাল। পদ্মিনীর জন্য একটি ছবির সেটে মিঠুন পেটে ব্যথার অভিনয় করতে বাধ্য হয়েছিলেন। সেটে সবাই মিঠুনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে এই সুযোগে পদ্মিনী চুপিসারে সেট থেকে বেরিয়ে তার প্রেমিককে বিয়ে করে নেন। এভাবেই প্রযোজক প্রদীপ শর্মার সঙ্গে তৎকালীন সময়ের তারকা অভিনেত্রী পদ্মিনীর বিয়েটা হয়েছিল।
এই খবরটা এতদিন অনেকেই জানতেন না। তবে এতদিনে নিজের পুরনো কীর্তি শেয়ার করেন মিঠুন। মিঠুনের কথায় তিনি শুটিংয়ের মধ্যেই পদ্মিনীকে বিয়ে করার জন্য বাধ্য করেছিলেন। সবার সামনে পেটে ব্যথার এমন অভিনয় তিনি করেছিলেন যাতে পদ্মিনী দ্রুত বিয়ে করে আবার ফিরে আসতে পারেন। সেদিন যতক্ষণ না পর্যন্ত পদ্মিনী ফিরেছিলেন ততক্ষণ মিঠুন পেটে ব্যথার ভান করে গিয়েছিলেন।
আসল ঘটনাটা যে কী ঘটেছিল সেটা সেদিন টের পায়নি কেউ। পর্দার মত বাস্তবেও মিঠুন এত সুন্দর অভিনয় করেছিলেন যে শুটিংয়ে সেদিন কেউ কিছুই টের পাননি। দীর্ঘ ৩৩ বছর পর একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে দুই বন্ধুর আড্ডার ফাঁকে অতীতের সেই ঘটনা উঠে এল। সেখানেই মিঠুন এবং পদ্মিনী তাদের খুনসুটিতে ভরা বন্ধুত্বের গল্প ভাগ করে নিলেন সকলের সঙ্গে।