মুক্তি পেতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় নায়িকা কাজল অভিনীত নতুন সিনেমা ‘সালাম ভেনকি’। মুক্তির আগে বেশ জোরেশোরেই সিনেমাটির প্রচারণা চালাচ্ছেন তিনি। সিনেমার প্রচারণা চালাতে সালমান খানের বিগ বসেও গিয়েছিলেন অভিনেত্রী।
সেখানে ২৪ বছর আগের এক তথ্য ফাঁস করলেন কাজল। জানালেন সালমান ঠকিয়েছিলেন তাকে। সালমান-কাজল দুই বন্ধু মিলে নিজেদের পুরনো ছবির স্মৃতিচারণ করছিলেন। তখন সালমান ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবির প্রসঙ্গ তোলেন। সেই ছবিতে একটি দৃশ্য ছিল যেখানে কাজল ও সালমানকে চোখের পলক না ফেলে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল।
এই ঘটনার পর ২৪ বছর পার হয়ে গেছে। তবুও কাজল জানান, তার এখনও স্পষ্ট মনে আছে যে শুটিং-এর সময় সালমান তার সঙ্গে ‘চিটিং’ করেছিলেন। কাজলকে চোখ মেরেছিলেন সালমান। তবে সালমান নিজের সাফাই গেয়ে বলেন, তার চোখে কিছু একটা ঢুকেছিল সেই সময়ে।