২০১১ ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছিল ভারতীয় ক্রিকেট দল। ২৮ বছর পরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ৫০ ওভারের ফরম্যাটে ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল ভারত।
কিন্তু এই বিশ্বকাপ নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের মেন্টাল কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করেছেন আপটন।
২০১১ সালের ২ এপ্রিল। ৫০ ওভারের ফরম্যাটে দ্বিতীয়বার টিম ইন্ডিয়া বিশ্বকাপ খেতাব জয় করেছে। ১৯৮৩ সালে ‘মেন ইন ব্লু’ প্রথমবার বিশ্বকাপ জয় করেছিল।
তারপর এই খেতাব আরও একবার হাতে তুলতে ২৮ বছর সময় লেগেছে ভারতীয় ক্রিকেট দলের।
MS Dhoni-র এই একটা সিদ্ধান্তই বদলে দিয়েছিল বিশ্বকাপে Team India-র ভাগ্য, সাফ জানালেন Paddy Upton
আশ্চর্য্যের ব্যাপার, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন মেন্টাল কন্ডিশনিং কোচ তথা রাজস্থান রয়্যালস দলের প্রাক্তন কোচ প্যাডি আপটন নাকি ২০১১ ক্রিকেট বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারদের সেক্স করার পরামর্শ দিয়েছিলেন।
২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের মেন্টাল কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করেছেন আপটন। সেইসময় ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন গ্যারি কার্স্টেন।
সম্প্রতি তাঁর বই ‘দ্য বেয়ারফুট কোচ’-য়ে এই সত্যটাই তিনি প্রকাশ্যে এনেছেন। নিজের বইয়ে আপটন লিখেছেন, ভারতীয় ক্রিকেটারদের এমন পরামর্শ দেওয়ার পরে
ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন কোচ তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার গ্যারি কার্স্টেন প্রচন্ড রেগে গিয়েছিলেন। পরবর্তীকালে এই কারণের জন্য প্যাডি আপটনকে ক্ষমা চাইতে হয়।
পাশাপাশি ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়েও কয়েক কলম লেখেন আপটন। সেখানে তিনি প্রত্যেক ভারতীয় ক্রিকেটারের জন্য আলাদা আলাদা নোট তৈরি করেছিলেন।
সেই নোটেই সেক্স করার উপকারিতা প্রসঙ্গে বিস্তারিত লেখেন তিনি। ক্রিকেটারদের জন্য যে নোটস তৈরি করা হয়েছিল, সেখানে তিনি মেনশন করেন, “সেক্স করলে কি তোমার পারফরম্যান্স আরও উন্নত হতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে।”
২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ক্রিকেট বিশ্বকাপ জয় করে ভারতীয় ক্রিকেট দল। কপিল দেব ক্রিকেট বিশ্বকাপ জয় করার ২৮ বছর পর আবারও ভারত এই ট্রফির স্বাদ গ্রহণ করল।
ইতিপূর্বে আপটন মহেন্দ্র সিং ধোনি এবং অনিল কুম্বলের অধিনায়কত্ব নিয়ে গভীর আলোকপাত করেছিলেন।
আপটন বললেন, “আমি যখন এই দায়িত্ব গ্রহণ করেছিলাম, তখন টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন অনিল কুম্বলে এবং একদিনের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।
আমরা নিজেরাই নিজেদের দায়িত্ব ঠিক করে নিতাম। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল একেবারে সময় মেনে অনুশীলনে আসা এবং টিম মিটিং অ্যাটেন্ড করা। সকলেই এই ব্যাপারে সহমত পোষন করেছিল।”
সঙ্গে কুম্বলে আরও যোগ করেছিলেন, যে দেরি করে আসবে তাকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। তবে ধোনি আরও বড় জরিমানার কথা উল্লেখ করেন। যদি কোনও ক্রিকেটার আসতে দেরি করেন, তাহলে দলের প্রত্যেককে ব্যক্তিগতভাবে ১০,০০০ টাকা করে জরিমানা দিতে হবে।