১৩ বছরের প্রেমের পরেও বিয়েকে না, ফাঁস হলো অঙ্কুশ-ঐন্দ্রিলা ভাই বোন

১৩ বছরের প্রেম, তবু কেন বিয়ে করছেন না অঙ্কুশ-ঐন্দ্রিলা? বা বলা ভালো বিয়েটা কেন হচ্ছে না অঙ্কুশ-ঐন্দ্রিলার? গত দু-দিনে এই প্রশ্ন টলিউডে সবার মুখে মুখে।

ঐন্দ্রিলা নিজের মুখে বলেছিলেন, ‘লোকসমাজে মুখ দেখাতে পারছি না’। সুতরাং প্রেম থাকলেও দুজনের বিয়েটা ‘কোনও বিশেষ কারণে’ আটকে যাচ্ছে তা স্পষ্টই বলেছিলেন অঙ্কুশ। এবার কথামতোই প্রেম দিবসের দিন সেই বিশেষ কারণ প্রকাশ্যে এল।

ভালোবাসায় গদগদ অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবে তাঁদের বিয়ে না হওয়ার কারণ হল, ঐন্দ্রিলার মায়ের প্রাক্তন প্রেমিক অঙ্কুশের বাবা! এই ভয়ঙ্কর সত্যিটা সামনে এল এদিন। তবে না, গোটাটাই রিয়েল নয়, রিল লাইফে।

যেমনটা জানিয়েছিলেন নিজেদের আসন্ন ছবি ‘লাভ ম্যারেজ’-এর প্রোমোশনেই অঙ্কুশ-ঐন্দ্রিলার ওই সব ভিডিয়ো। এদিন প্রকাশ্যে এল ছবির মজাদার ট্রেলার। ছবি পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকি।

ট্রেলারে কি ধরা পড়ল? সায়ন (ঐন্দ্রিলা)কে ভালোবাসে অঙ্কুশ। অথচ বাবা (রঞ্জিত মল্লিক)-র লাভ ম্যারেজে অনীহা।

তাঁর মতে, ‘প্রেমের আনন্দ স্বল্পক্ষণ, যন্ত্রণা থাকে সারাজীবন’। বোঝাই যায় প্রেমে ছ্যাঁকা খাওয়ার জ্বালা আজও ভোলেননি তিনি। তবে মামার কাছে আশ্বাস পায় মা-হারা অঙ্কুশ।

মামা ফন্দি এঁটে জানান, দু-একটা সম্বন্ধ দেখা হলেই কায়দা করে সায়নকে সম্ভাব্য পাত্রী হিসাবে বাবার সামনে হাজির করবেন তিনি।

সেইমতো সব আয়োজন, কিন্তু ওমা সায়নের মায়ের মুখোমুখি হতেই সামনে এল আরেক সত্যি! অঙ্কুশের বাবার প্রাক্তন আর কেউ নয়, বরং ঐন্দ্রিলার মা! যে ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য।

এরপর বাবা-মা’র পিছু ধাওয়া শুরু করে অঙ্কুশ-ঐন্দ্রিলা। কখনও হাত ধরে রেঁস্তোরায়, কখনও স্কুটি চালিয়ে কলকাতা সফর, গঙ্গার ঘাটেও দেখা মেলে দুজনের।

সবকিছু দেখে চোখ ছানাবড়া প্রেমিক জুটির। ঐন্দ্রিলা তো বলেই ফেলেন, ‘মানে সবাই মিলে তোর বাড়ি গিয়ে আমরা থাকব, তাই তো? ভাই-বোন একসাথে!’

বিয়ে ঠিক করে ফেলেছেন রঞ্জিত মল্লিক, তবে বিয়েটা কার? ছাদনা তলা পর্যন্ত পৌঁছাবে তো অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম কাহিনি?

উত্তর মিলবে ১৪ই এপ্রিল অর্থাৎ পয়াল বৈশাখ। অঙ্কুশ-ঐন্দ্রিলা, রঞ্জিত মল্লিক-অপরাজিতা আঢ্য ছাড়াও সুরিন্দর ফিল্মসের এই ছবিতে থাকছেন সোহাগ সেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *