১০ বছর পর জাদেজার রেকর্ড ছাপিয়ে লজ্জাজনক রেকর্ড গড়লেন ভুবনেশ্বর কুমার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে গতকাল সোমবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচে প্রথম ওভারে বল করতে আসেন সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার।

আর প্রথম ওভারে ওয়াইড করেই ১১ রান সহ অতিরিক্ত ১২ রান দিয়ে বসে থাকেন ভুবি। আর যা কিনা রেকর্ড খাতায় উঠে গেছে।

এদিন প্রথম ওভারে গুজরাট টাইটানসের দুই ওপেনার শুভমন গিল এবং ম্যাথু ওয়েড মিলে মাত্র ৫ রান করলেও মোট স্কোর হয় ১৭। যার মধ্যে ওয়াইড থেকে আসে ১১ রান। আর একটি লেগ বাই রান।

আর প্রথম ওভারে ওয়াইডে ১১ রান দিয়ে লজ্জার নজির গড়েন ভুবনেশ্বর কুমার। আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে এক ওভারে ওয়াইড করে ১১ রান দিলেন ভুবনেশ্বর। এর আগে এক ওভারে ওয়াইড করে এত বেশি রান কোনও বোলার দেননি।

২০১২ সালে রবীন্দ্র জাদেজা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওয়াইড করে ১০ রান দিয়েছিলেন। ২০২১ আসরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মোহাম্মদ সিরাজ এক ওভারে ওয়াইড করে ১০ রান দেন। সে দিক থেকে ভুবনেশ্বর কুমারই সকলকে ছাপিয়ে গেছেন!

এ দিন টসে জিতে গুজরাট টাইটানসকে ব্যাট করতে পাঠান হায়দরাবাদের কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬২ করে গুজরাট টাইটানস। জবাবে ৫ বল বাকী থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ সানরাইজার্স।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *