টানা হ্যাট্রিক হারের পর নিজেদের ভুল আঙুল দিয়ে দেখালেন অধিনায়ক রোহিত শর্মা

চলতি আইপিএলে (IPL 2022) নিজেদের চতুর্থ ম্যাচে জয়ের জন্য টার্গেট খুব একটা বড় ছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে।

আর সাবলীল ভঙ্গিতে তারা ১৮.৩ ওভারে এই ১৫২ রানের লক্ষ্য অর্জন করে নিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। অনুজ রাওয়াত ৪৭ বলের ইনিংসে ২ চার ও ৬ ছক্কা মারেন। মাত্র ২ রানে হাফ সেঞ্চুরি মিস করেন বিরাট কোহলি।

৩৬ বলে ৫টি চার মেরেছেন তিনি। দিনেশ কার্তিক ১ ছক্কার সাহায্যে ২ বলে ৭ রানে অপরাজিত ফেরেন এবং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ২ বলে ৮ রান করেন।

ডিভাল্ড ব্রেভিসের বলে জয়সূচক চার মারেন ম্যাক্সওয়েল। মুম্বাইয়ের হয়ে জয়দেব ও ব্রেভিস পেয়েছেন ১ করে উইকেট।

এর আগে মুম্বাইয়ের হয়ে হাফ সেঞ্চুরি করেন সূর্যকুমার। ৩৭ বলের অপরাজিত ৬৮ রানের ইনিংসে তিনি ৫ চার ও ৬ ছক্কা মারেন।

ব্যাঙ্গালোরের হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও হর্ষাল প্যাটেল নেন ২ করে উইকেট নেন। মুম্বাইয়ের হয়ে অবশ্য শুরুটা ভালোই করেন অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিশান।

দুজনে মিলে ৫০ রানের উদ্বোধনী জুটিও গড়েন। ইনিংসের ১৪তম ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মাকে প্যাভিলিয়নে পাঠান হর্ষাল প্যাটেল।

১৫ বলের ইনিংসে রোহিত মারেন ৪টি চার ও ১টি ছক্কা। এরপর ডেভাল্ড ব্রেভিস (৮) ওয়ানিন্দু হাসরাঙ্গার বলে এলবিডব্লিউ আউট হন। ইনিংসের দশম ওভারে মুম্বাইয়ের ২ উইকেট পড়ে যায়।

ইশান কিশান (২৬) বাউন্ডারি লাইনের কাছে সিরাজের হাতে ক্যাচ দেন, তারপর ৫ম বলে রান আউট হন তিলক ভার্মা।

কাইরান পোলার্ড (০) হাসরাঙ্গার বলে এলবিডব্লিউ আউট হয়ে ব্যাঙ্গালোরকে একটি বড় সাফল্য এনে দেয়, যা ১০.১ ওভারে মুম্বাইয়ের স্কোর ৫ উইকেটে ৬২ করে।

দু’দলই এই ম্যাচের জন্য একাদশে পরিবর্তন করেছিল। অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বেঙ্গালুরু দলে সুযোগ পেয়েছিলেন, আর রমনদীপ সিং এবং জয়দেব উনাদকাট মুম্বাই দলে অন্তর্ভুক্ত হন।

এ দিন ম্যাচ হারার পর মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা বলে দেন, ”আমরা আমাদের ব্যাটিং শক্তিশালী করতে চেয়েছিলাম।

দুর্ভাগ্যবশত আমাদের কিছু বিদেশী প্লেয়ার ছিল আছে এই ম্যাচে অনুপস্থিত ছিল, তাই আমাদের যা কিছু ছিল তা দিয়েই সেরাটা দিতে চেয়েছিলাম।

আমি যতক্ষণ সম্ভব ব্যাট করতে চেয়েছিলাম, কিন্তু ভুল শট খেলে ভুল সময়ে আউট হয়ে যাই। নিশ্চিতভাবে এটা ১৫০ রানের পিচ নয়।

সূর্যকুমার আমাদের দেখিয়েছেন যদি আরও যত্ন করে ব্যাট করা যেত, যা রান করেছিলাম তার থেকে আরও বেশি রান করতে পারতাম।

আমরা বল হাতে একটা শেষ চেষ্টা করেছিলাম ম্যাচটা জেতার। কিন্তু আরসিবি খব ভালো ব্যাটিং করেছে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *