২০২২ আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে দুঃস্বপ্নের চেয়েও কম নয়! এখনও পর্যন্ত এই পাঁচবারের চ্যাম্পিয়ন দল একটিও ম্যাচ জিততে পারেনি
টানা ৪ ম্যাচ হারার পর এদিন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল। কিন্তু এদিনও ভাগ্য বদলাল না তাদের। উপরন্তু ম্যাচ হারার পর বড় অঙ্কের জরিমানা দিতে হলো মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে।
এর আগেও দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে সময়মতো ২০ ওভার শেষ করতে না পারায় ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল রোহিত শর্মাকে।
দ্বিতীয়বার একই অপরাধে বড় অঙ্কের টাকা গুনতে হল। জানিয়ে রাখি এই ঘটনা ফেরার একবার ঘটলে এক ম্যাচের জন্য নির্বাচিত হতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।
তবে শুধু রোহিত শর্মাই নন, মুম্বাইয়ের বাকি খেলোয়াড়দেরও জরিমানা করা হয়েছে। আইপিএলের একটি বিবৃতিতে বলা হয়েছে দ্বিতীয়বার মুম্বাই ইন্ডিয়ান্স এই অপরাধ করল, তাই দলের অধিনায়ক রোহিতকে ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে এবং প্রথম একাদশে থাকা বাকি ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা করে জরিমানা দিতে হয়েছে।
এখনও পর্যন্ত ২০২২ আইপিএলের জয়ের মুখ পর্যন্ত দেখেনি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স দল। পরপর পাঁচটি ম্যাচে হতাশ হয়ে ফিরতে হয়েছে তাদের। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রহিত শর্মা।
পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে ১৯৮ রানের বিশাল স্কোরকার্ড খাড়া করে। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ১৮৬ রান তুলতে সক্ষম হয় এবং ১২ রানে পরাজিত হয়।
এই মুহূর্তে পয়েন্ট টেবিলের নিচে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে প্লে-অফে যাওয়ার আশা থাকলেও সেই পথ খুবই কঠিন হবে। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে লখনও সুপার জায়ান্টসের বিরুদ্ধে। কিন্তু এই ম্যাচে হারলে এবারের মত আইপিএল অভিযান শেষ হয়ে যাবে রোহিতদের।