হায়দারাবাদের বিরুদ্ধে দুর্দান্ত রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে কে এল রাহুল

চলতি আইপিএলে (IPL 2022) ১২তম ম্যাচে সোমবার সন্ধ্যায় সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ও লখনউ সুপার জায়েন্টসের (LSG) মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রথম ম্য়াচে গুজরাতের বিরুদ্ধে অল্পের জন্য জয় পাননি কে এল রাহুলে (KL Rahul) দল। কিন্তু দ্বিতীয় ম্য়াচে ঘুরে দাঁড়িয়েছিলেন জায়েন্টসরা।

গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইকে (Chennai Super King) হারিয়ে টুর্নামেন্টে নজর কেড়েছেন লখনউয়ের ক্রিকেটাররা। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে একেবারেই ছন্দে দেখা যায়নি সানরাইজার্স হায়দরাবাদকে।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ম্যাচে হার দিয়েই এবারের আইপিএল যাত্রা শুরু করেছে তারা। তাই, কেএল রাহুল নেতৃত্বাধীন লখনউ দল যে হায়দরাবাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে।

লখনউ সুপার জায়ান্টসদের ব্যাটিং লাইন আপ শক্তিশালী এবং রয়েছেন ফর্মে থাকা ব্যাটসম্যান কেএল রাহুল, কুইন্টন ডি কক, আয়ুশ বাদোনি, এভিন লুইস এবং দীপক হুডাদের মতো।

শুধু মনীশ পান্ডে ফর্ম নিয়ে একটু লড়াই করছেন। জেসন হোল্ডারের উপস্থিতিতে তারা আরও শক্তিশালী হবে।

পরিসংখ্যানের কথা বললে, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়েন্টসের মধ্যে এই প্রথম কোন ম্যাচ হতে চলেছে।

আইপিএলের আঙিনায় হায়দরাবাদ অনেক পুরোনো দল হলেও, লখনউ সুপার জায়েন্টসকে এই প্রথমবার ‘মিলিয়ন ডলার’ লিগে দেখা যাবে।

তাই কে এগিয়ে বা কোন দল পিছিয়ে তা আগে থেকে বলা যাবে না। তাই একটা মারকাটারি ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে দুই দলের ফ্যানরা।

দীপক হুডা: দীপক হুডাকে আইপিএলে ৫০টি চারে পৌঁছতে আরও দুটি চার মারতে হবে। এই ম্যাচেই তিনি এই নজির গড়ে নিলেন অবাক হওয়ার কিছুই নেই।

কেএল রাহুল: কেএল রাহুল টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ অর্ধশতরান ছুঁতে আরও একটি ফিফটি দরকার। তিনি যে মেজাজে আছেন এই সময়, তাতে হয়তো সোমবারের ম্যাচেই সেটি করে দেখিয়ে দিতে পারেন।

আব্দুল সামাদ: টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ ছক্কায় পৌঁছতে আব্দুল সামাদকে আরও চারটি ছক্কা মারতে হবে। এই ফরম্যাটে ৫০টি চারে পৌঁছতে তাকে আরও পাঁচটি চার মারতে হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *