স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় ধারাবাহিক হলো, সাঁঝের বাতি। দীর্ঘ সময় ধরে চলছে এই সিরিয়ালটি। গল্পের প্লট পর্যন্ত পরিবর্তন হয়েছে, কিন্তু এখনও সমান জনপ্রিয় দর্শকমহলে।
গল্প বদলালেও মূল চরিত্র হিসেবে রয়েছেন অভিনেতা রেজওয়ান (Rezwan Rabbani Sheikh) ও নায়িকা দেবচন্দ্রিমা (Debchandrima Singha Roy)। তবে তাঁদের চরিত্রের নাম বদলে গেছে।
টেলিভিশনের পাশপাশি সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয় তাঁরা দুজনেই। এছাড়া দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy) ভক্তদের অনুরোধে সম্প্রতি ইউটিউবেও ব্লগ শুরু করেছেন।
সেখানে রেজওয়ানকেও দেখা যায়, কারণ যেহেতু তাঁরা একই ধারাবাহিকে কাজ করেন। ইনস্টাগ্রামেও একসঙ্গে ছবি, ভিডিও পোস্ট করে থাকেন। সম্প্রতি একটি রিল ভিডিওতে দেখা গেল দুজনকে।
ভিডিওটি শেয়ার করেছেন দেবচন্দ্রিমা। হামে তুমসে মহব্বত হুয়ি হ্যায় গানে রিল ভিডিও করেছেন দুইজনে। যেখানে মূলত দেখা গেছে দেবচন্দ্রিমা রেজওয়ানকে বলছেন সেই গানের লাইনগুলি।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিচ্ছেদ হয়েছে সায়ন্ত মোদকের (Sayanta Modak) সঙ্গে দেবচন্দ্রিমার। তখন গুঞ্জন উঠেছিল যে, রেজওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার কারণেই সায়ন্তর সঙ্গে ব্রেকআপ হয়েছে দেবচন্দ্রিমার।
তবে সেকথা সম্পূর্ন ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তাঁরা তিনজনেই। সম্প্রতি এই ভিডিও দেখে আবারও সন্দেহের সুর বাজছে নেটিজেনদের মনে। তবে কি দেবচন্দ্রিমা-রেজওয়ানের বন্ধুত্ব ক্রমশ গাঢ় হচ্ছে! তা অবশ্য সময়ই বলবে। তবে তাঁদের এই ভিডিও খুব উপভোগ করেছে ভক্তরা।
Leave a Reply