হাতের আঙুলে জ্বলজ্বল করছে হীরের আংটি, গোপনে বাগদান সেরে ফেললেন ‘রানি রাসমণি’র জগদম্বা

আর কিছুদিনের মধ্যেই চার হাত এক হতে চলেছে ‘রানী রাসমণি’ খ্যাত জগদম্বার। তিনি যে প্রেম করছেন সে আভাস বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল।

তবে এবারে সরাসরি প্রেমিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন পর্দার জগদম্বা অর্থাৎ অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya)।

ইতিমধ্যেই অভিনেত্রীর বাগদান সম্পন্ন হয়েছে। বাঁ হাতের অনামিকায় নতুন আংটি পরে বাগদান হওয়ার আভাস দিলেন অভিনেত্রী জগদম্বা।

আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukhopadhyay) এর নতুন ছবি ‘অতি উত্তম’ এ।

গত বছরের ডিসেম্বর মাসে অভিনেত্রী এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন খুব ধীরগতিতে তাঁর বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। অভিনেত্রী প্রেমিকের নাম তুর্জ সেন।

দুই বছরেরও বেশি সময় ধরে অভিনেত্রী রয়েছেন সম্পর্কে। তবে অভিনেত্রী মনের মানুষ এই ইন্ড্রাস্ট্রির নন। পারিবারিক ব্যবসা নিয়েই থাকেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম একাউন্ট এ চোখ রাখলেই মাঝেমধ্যেই চোখে পড়ে একাধিক প্রেমের ছবি।

সম্প্রতি অভিনেত্রী রোশনি ভট্টাচার্যকে দেখা গেল ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করতে। যেখানে দেখে বোঝা যাচ্ছে তিনি এক কলকাতার রেস্তোরাঁয় বসে রয়েছেন।

হাতের অনামিকায় রয়েছে ঝলমলে একটি আংটি। পাশে লেখা ‘আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিল সে।’ অভিনেত্রীর থেকেই জানা যাচ্ছে এই রেস্তোরাঁতে প্রথমবার দেখা হয়েছিল তাদের, তাই এই রেস্টুরেন্ট কে ঘিরে আনুষ্ঠানিকভাবে নিজেদের বিয়ের সানাই বাজান তাঁরা। ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রী লিখেছেন, এনগেজড।

ছবির মন্তব্য বক্সের ভরে উঠেছে শুভেচ্ছা বার্তা। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Oindrila Sharma), রফিয়াথ রশিদ মিথিলা, সন্দীপ্তা সেন (Sandeepta Sen), গৌরব চট্টোপাধ্যায় (Gourav Chattopadhyay), রাজদীপ গুপ্ত বুক ভরা ভালোবাসা জানিয়েছেন।

শুভ কামনা করেছেন অভিনেত্রীর জীবনের নতুন অধ্যায় এর জন্য। তবে ইতিমধ্যেই বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য মেলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*