মডেলিং দিয়ে কেরিয়ার জীবন শুরু করে বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন উর্বশী রাউতেলা। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুবই অ্যাক্টিভ উর্বশী। হট ফটোশুট হোক কিংবা আউটিং,।
নিজের অনুরাগীদের জন্য সবসময় কিছু না কিছু পোস্ট করেন উর্বশী। এছাড়া কাজের আপডেট তো আছেই। সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রামে শেয়ার করলেন একটি রিল ভিডিও। যা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
একটি বাদামি রঙের ডিপ নেক ওয়ান পিস পড়েছেন উর্বশী। যেখানে বক্ষ বিভাজকা সম্পূর্ণ স্পষ্ট দেখা যাচ্ছে। মেকআপ রূমের মধ্যেই নিজের খুশিতে নাচ করতে দেখা গেল তাকে। সেই নাচে লাস্যময়ী লাগছিল অভিনেত্রীকে।
ন্যুড মেকআপ লুক, অল্প গয়না ও তার হট লুক মন করেছে সমস্ত পুরুষ থেকে নারী নেটিজেনদেরও। বছর শেষ ও বড়ো দিনের প্রাক মরশুমের জন্য এই লুক অভিনেত্রীর। মিলিয়ন ভিউস ছাড়িয়েও গেছে এই ভিডিওটিতে।
কটাদিন আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৪৪ মিলিয়ন ফলোয়ার্স-এর মাইকফলক ছুঁয়েছেন উর্বশী। মিস ইউনিভার্স ২০২১-এর বিচারকের ভূমিকাতেও দেখা গেছে এই অভিনেত্রীকে। নিজেও ২০১৫ সালে ‘মিস ডিভা ইউনিভার্স’ হয়েছিলেন উর্বশী। কিছুদিনের মধ্যেই উর্বশীর ‘দিল হেয় গ্রে’ ছবিতে দেখা যাবে অভিনয় করতে।