একের পর এক ছক ভেঙে নজির গড়ছেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর মাত্র কয়েকদিন পরই নতুন রূপে ইন্দুবালা-র অবতারে ধরা দেবেন শুভশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেবিউ সিরিজ নিয়ে মুখ খুললেন শুভশ্রী। টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেই চলেছেন। আর মাত্র কয়েকদিন পরই নতুন রূপে ইন্দুবালা-র অবতারে ধরা দেবেন শুভশ্রী। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
ইন্দুবালা হয়ে পর্দায় ফিরছেন শুভশ্রী। যেখানে তাকে ৭৫ বছর বয়সী বৃদ্ধার চরিত্রে দেখা যাবে। প্রথম লুকে যথেষ্ঠ হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী। ইন্দুবালা ভাতের হোটেল দিয়েই ওয়েব সিরিজে ডেবিউ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল দিয়েই ওয়েব সিরিজে পা রাখছেন শুভশ্রী। ইতিমধ্যেই ভক্তরা মুখিয়ে রয়েছেন সিরিজটি দেখার জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে নানা খুঁটিনাটি তথ্য শেয়ার করলেন শুভশ্রী।
এই মুহূর্তে শুভশ্রীকে ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে দেখা যাচ্ছে। একই সঙ্গে হাতে রয়েছে একাধিক ছবির কাজ। তবে কি এবার পুরোপুরি কাজে ফিরলেন শুভশ্রী? উত্তরে শুভশ্রী বলেন, আমার কাছে রোজ একটা করে কাজের প্রস্তাব আসে । তবে ছেলে ও পরিবারের সঙ্গে কাটাতে ভাল লাগে।
শুভশ্রী আরও বলেন, আমি এমন ছবির কাজ করতে চাই, যা আমাকে ঘর থেকে টেনে বার করবে, যেখানে মনে হবে এর থেকে ভাল সময় আরও কাটাতে পারি। সেই কারণেই ধর্মযুদ্ধ, হাবজি-গাবজি,ইন্দুবালা ভাতের হোটেল , বৌদি ক্যান্টিন-এ কাজ করছি।