স্লিভ খুলে বেরিয়ে আসছে ব;ক্ষ, ভাইরাল মধুমিতা সরকার

ছোট পর্দা থেকে অভিনয় সফর শুরু। সেখান থেকেই এক পা এক পা করে বড় পর্দার মুখ হয়ে ওঠা। এভাবেই ধীরে ধীরে নিজের পথ চলা শুরু করেছিলেন মধুমিতা। বর্তমানে যেই হট ডিভার একটা ক্লিকেই বুঁদ ভক্তমহল।

মধুমিতা সরকার, দর্শকদের ড্রইং রুম থেকেই যার অভিনয় জগতে হাতেখড়ি। যশের বিপরীতে পাখী, সকলের খুব প্রিয় চরিত্র।

তারপর সেই অভিনেত্রীই টলিউডের বড় পর্দায় হাতেখড়ি। প্রথমে ছক্কা। দর্শক মনে জাঁকিয়ে বসেন মধুমিতা।

তাঁর অভিনয়গুণ থেকে শুরু করে তাঁর লুক, তাঁর পর্দায় উপস্থাপনা, সবই যে এক একথায় পার্ফেক্ট।

কখনও সাহসী দৃশ্যে সাবলীল অভিনয়, কখনও আবার নিপাট সাধারণ লুকে দর্শক মনে ঝড় তোলা।

বর্তমানে এই মন্ত্র যেন তাঁর বাঁহাতের যাদু। যার ফলে তিনি যাই উপস্থাপনা করুক না কেন, তা ভক্তদের মন ছুঁয়ে যায়।

এখানেই শেষ নয়। মধুমিতা সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ জনপ্রিয়। তাঁর ভক্তের সংখ্যাও বিপুল।

তাই হামেসাই তিনি নানা ছবি পোস্ট করে থাকেন নেট মহলে। যা দেখা মাত্রই ভক্তদের মনে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে।

কখনও লো নেকলাইন, কখনও আবার উন্মুক্ত ক্লি;ভে;জে সাহসী পোস্ট, যা ঝড়ের বেগে হয়ে ওঠে ভাইরাল।

এক কথায় বলতে গেলে গ্ল্যা;মার কু;ইন মধুমিতার পোস্ট মানেই তা নেট দুনিয়ায় ভাইরাল। এবার তাঁর ব্যতিক্রম হল না।

সম্প্রতি মধুমিতার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে মধুমিতার পরনে রয়েছে নীল রঙের ডিপ নেক নি লেংথ ড্রেস। তার সঙ্গে মধুমিতা হালকা মেকআপ করে চুলটা খোলা রেখেছেন।

মধুমিতার আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে মধুমিতার পরনে রয়েছে একটি নীল ও রুপোলি রঙের সি;কু;ইনড ড্রেস যার স্লি;ভটি মধুমিতা নিজেই কাঁধ থেকে নামিয়ে দিয়েছেন।

ছবিটি শেয়ার করে মধুমিতা নেটিজেনদের শুভরাত্রি জানিয়েছেন। কিন্তু মধুমিতার ফ্যাশন সেন্স নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেই বলছেন, মধুমিতা প্রায়ই একধরনের ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করে ছবি তুলে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। সুতরাং ফ্যাশন নিয়ে মধুমিতার একটু পড়াশোনা করা উচিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*