ঘর থেকে বসে নিজের প্রতিভা দেখিয়ে ভাইরাল হবার সময় যেন চলছে। নাচ, গান, অভিনয় সব কিছুই যেন এখন সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে ভাইরাল বলা চলে। ঠিক সেরমই ঘরের মধ্যে হিন্দি গানে নেচে ভাইরাল (Viral) হলেন এক সুন্দরী যুবতী।
ঘরের মধ্যে হিন্দি গানে নাচ করছেন মেয়েটি। কালো রঙের প্যান্ট ও কালো রঙের স্লীভলেস ক্রপ টপ পড়েছেন তিনি। তার সাথেই খোলা চুল, হালকা মেকআপ ও কালো রঙের জুতো যেন সম্পূর্ণ মানিয়েছে তাকে। নাচের মধ্যেই তার শরীরী ভাষা এক অন্য মাত্রা দান করেছে।
সম্প্রতি ‘নাযা নাযা’ (Najaa) গান যেখানে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও অক্ষয় কুমার (Akshay Kumar)-কে নাচ করতে দেখা গেছে। ঠিক সেই ভাবেই মেয়েটি ও নাচ করলেন। একটি বড় টিভিতে গানটি ও চলছেন যেখানে অক্ষয় ও ক্যাটরিনাকে নাচতে দেখা যাচ্ছে।
সব মিলিয়ে প্রচুর মানুষ দেখেছে ভিডিওটি। তার সাথেই প্রচুর লাইক ও কমেন্ট করেছে সবাই। এর আগেও মুম্বাই নিবাসী শ্রীজানার অনেকগুলি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। যা নেটিজেনদের খুব পছন্দের ও প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন।