স্বামীর লাথিতে প্রাণ গেল স্ত্রীর

চট্টগ্রাম নগরে চান্দগাঁও থানা এলাকায় স্বামীর নির্যাতনে মাহমুদা খানম আঁখি (২১) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে আঁখির মৃত্যু হয়। এ ঘটনায় আঁখির স্বামী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য আনিসুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আঁখির ভগ্নীপতি আবুল কালাম বলেন, প্রায় ২ বছর আগে আনিসের সঙ্গে আঁখির বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা নগরের চান্দগাঁও থানার পাঠানিপুল এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। বছরখানেক ধরে তাদের মধ্যে নানান বিষয়ে মনোমালিন্য হতো। একপর্যায়ে তাদের পারিবারিক কলহ চরমে পৌঁছে।

মৃত আঁখির দুলাভাই আবুল কালাম জানান, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আঁখির ওপর নির্যাতন করে আসছিলেন আনিস। এরপর থেকেই যৌতুকের জন্য তার ওপর নির্যাতন করে আসছিলেন আনিস।

এক সপ্তাহ আগেও আঁখিকে মারধর করেন। এতে আঁখি পেটে মারাত্মক আঘাত পান। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই তার চিকিৎসা চলছিল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পেয়েছি। ঘটনার পর বেসরকারি হাসপাতাল থেকে

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *