স্বামীকে ঠকিয়ে এই চার অভিনেতার সাথে রাত কাটিয়েছেন নায়িকা শ্রীদেবী, গোপন রহস্য হল ফাঁস!

বলিউডে মিঠুন-শ্রীদেবীর জুটি আজও সুপার হিট দর্শকদের কাছে। শ্রীদেবী ছিলেন তার সময়ের সবথেকে সুন্দরী নায়িকা। শুধু সৌন্দর্য্যের নিরিখেই নয়, নাচ এবং অভিনয়ের বিচারেও তৎকালীন সময়ে দর্শকদের কাছে তিনিই ছিলেন এক নম্বর নায়িকা।

তবে বলিউডের এই সুন্দরী অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে অনেক জল্পনা। বিশেষত তার প্রেমিকের দীর্ঘ লিস্ট নিয়ে আলোচনা আজও বড় কম হয় না। শ্রীদেবী যখন অভিনয় জগতে পা রাখেন তখন তার বয়স ছিল মাত্র ৪ বছর। শিশু অভিনেত্রী হিসেবে শুরু হয় তার কেরিয়ার। খুব তাড়াতাড়িই তিনি সুনাম অর্জন করে নিয়েছিলেন ইন্ডাস্ট্রিতে।

তবে হিন্দিতে নয়, শ্রীদেবী প্রথম অভিনয়ে পা রেখেছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রি মারফত। শ্রীদেবীর বয়স যখন কৈশোর ছুঁয়েছে ঠিক তখনই তৎকালীন দক্ষিণী সুপারস্টার কমল হাসানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি। শ্রীদেবী এবং কমল হাসানের অনস্ক্রিন কেমিস্ট্রিতে মজে যেতেন দর্শকরা।

পর্দায় তাদের দেখলে মনে হত বাস্তবেও যেন তাদের মধ্যে সম্পর্ক দানা বাঁধছে। এই খবর শুধু জল্পনার পর্যায়েই ছিল না, শোনা যেত শুটিং সেট থেকে মাঝেমধ্যেই নাকি উধাও হয়ে যেতেন নায়ক-নায়িকা। মাকে একপ্রকার না জানিয়ে এই কমল হাসানের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন শ্রীদেবী। তবে মেয়ের কীর্তিকলাপ মায়ের কানে যেতেই সম্পর্কটা সেখানেই থেমে যায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *