টেলি ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’র মিষ্টি মেয়েটি আজ নেটদুনিয়ার হটকেক। নিজের স্বাস্থ্য নিয়েও বেশ সচেতন অভিনেত্রী। একদিকে শরীরচর্চা আর অন্যদিকে কড়া ডায়েটিং -এই দুইয়ের ব্যালেন্সে তিনি হয়ে উঠেছেন হ’ট অ্যান্ড সে’ক্সি।
তার লুকেই শিহরণ জাগায় দর্শকদের মনে। তার ছিপছিপে শরীরের উষ্ণতায় মাতোয়ারা দর্শক। সোশ্যাল মিডিয়ায় কীভাবে ফ্যানেদের মাতিয়ে রাখতে হয়, তাতে বেশ সিদ্ধহস্ত ঋতাভরী।
সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় থাকেন ঋতাভরী। মাঝে মাঝেই নানা ফটোশুটের ছবি শেয়ার করেন অনুরাগীদের জন্য। ফের নতুন করে নিজের ইনস্টাগ্রামে দেওয়া ছবি ভাইরাল হলো ঋতাভরীর।
চোখে কাজল আর মেসি চুলে তাকিয়ে আছে আবেদনময়ী চাহনিতে। পরনে কালো ও স্বচ্ছ পোশাকে আগুন ছড়াচ্ছে দর্শকদের হৃদয়ে।
এর আগেও কখনও ওয়েস্টার্ন পোশাক, কখনও টুপিস আবার কখনও ভ্যাকেশনের ছবি শেয়ার করেছেন ঋতাভরী। সেসব ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ঋতাভরী। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে উইন্ডোজ সংস্থা।
ছবিতে একজন মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋতাভরীকে। এর আগে বলিউডে কালকি কোয়েচলিনের সঙ্গে একটি শর্ট ফিল্মে কাজ করেছেন তিনি। আয়ুষ্মান খুরানার সঙ্গে মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে তাঁকে।
Leave a Reply