সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নিন্দার ঝড় উঠেছে। ভিডিওর হেডলাইনে স্পষ্ট লেখা রয়েছে, ভিডিওটি ভারতের স্কুল শিক্ষিকার নাচের ভিডিও।
আর ভিডিও দেখে মানুষ স্পষ্ট যে এটি কোনো এক স্কুলে ছাত্র ছাত্রীদের সামনে শিক্ষিকার নাচ করার ভিডিও। যা দেখা মাত্রই সেই ভিডিওর কমেন্ট বক্সে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। আবার ঠাট্টা করে অনেকেই অনেক মজার মজার কমেন্ট করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, ছাত্র-ছাত্রীরা বসে আছে এবং তাদের শিক্ষিকা গানে তুমুল নেচে যাচ্ছেন। কালো রঙের পাতলা শাড়ি ও রুপোলি রঙ্গের হাফ স্লীভ ব্লাউস পড়েছে সে। নাচের সময় পেট ও নাভি সম্পূর্ণ উন্মুক্ত যা পুরুষ নেটিজেনদের দারুন পছন্দ হয়েছে।
হালকা মেকআপ, খোলা চুল ও তার সাথেই ‘তেরি আঁখিয়া কা ও কাজল’ গানে তুমুল নাচ। নাচের মধ্যেই হাততালি ও চিৎকার সবার পছন্দের কথা জানিয়ে দিয়েছে।
নেটিজেনের মজার কমেন্ট – ‘এই স্কুলে আমি পড়লে কোনোদিনও স্কুলে যাওয়া বন্ধ করতাম না’। কয়েক হাজার মানুষ দেখেও নিয়েছেন এই ভিডিওটি।