সৌন্দর্যে বলিউড নায়িকাদেরও টেক্কা দেবে বজরঙ্গি ভাইজানের ছোট্ট মুন্নি

সালমান খান অভিনীত “বজরঙ্গি ভাইজান” সিনেমার সেই ছোট্ট মুন্নির কথা মনে আছে সকলের? এক সময় বলিউডের ভাইজানের সাথে জুটি বেঁধে অভিনয় করেছিলেন এই ছোট্ট অভিনেত্রী। যার কারণে

শুধুমাত্র দেশেই নয় বরং বিদেশেও ছড়িয়ে পরেছিল তাঁর জনপ্রিয়তা। এমনকি সিনেমাটি বক্স অফিসে হয়েছিল ব্লকবাস্টার হিট। কমবেশি সকলেরই এই সিনেমাটি দেখা। ‌এই সিনেমাটিতে অভিনেতা সালমান খানের পাশাপাশি সেই ছোট্ট মুন্নির অভিনয়েরও যথেষ্ট ফুরাহা করা হয়। তবে বহু বছর পেরিয়ে গেলেও জানেন কি সেই ছোট্ট মুন্নি এখন কোথায় রয়েছে?

এই সিনেমাটি মুক্তি পাওয়ার সময় খুবই ছোটো ছিল মুন্নি। বছর সাতেক আগে দেখতে পাওয়া সেই ছোট্ট মুন্নি বর্তমানে হয়ে উঠেছেন রীতিমত যুবতী। এমনকি রূপ ও গুণের দিক থেকে তিনি

অনায়াসেই মাত দিতে পারেন যেকোনো বড়ো বলি অভিনেত্রীকেও। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট “বজরঙ্গি ভাইজান” সিনেমায় দেখতে পাওয়া সেই ছোট্ট মুন্নির নাম ‘হর্ষালী মালহোত্রা’ (Harshaali Malhotra)। এমনকি এই সিনেমাটিতে অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছিল হর্ষালী।

সম্প্রতি সেই ছোট্ট মুন্নির একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। আর যা দেখে রীতিমতো ভিরমি খেয়েছেন প্রতিটি নেট নাগরিক। বর্তমানে হর্ষালীকে বাজরাঙ্গি ভাইজানের পর সেভাবে সিনেমায় অভিনয় করতে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এবং অ্যাক্টিভ তিনি।


ইনস্টাগ্রামে তাঁর প্রায় ১.৬ মিলিয়ন ফলোয়ার রয়েছে। বর্তমানে আরো বেশি সুন্দরী হয়ে ওঠার কারণে তাঁর স্টাইলিশ লুক দেখে প্রতিনিয়তই ঘায়েল হচ্ছেন নেটিজেনরা। সম্প্রতি হর্ষালী নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে একটি কালো শর্ট ড্রেস পরিহিত অবস্থায়।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পরেছে গোটা নেট দুনিয়ায়। তাঁর এই ভিডিওটি দেখে প্রমাণ মিলছে যে যত দিন যাচ্ছে তত যেন তাঁর রূপের ছটা আরো বেড়ে চলেছে। নিজের লুকে প্রতিনিয়তই তিনি মুগ্ধ করছেন নিজের অনুরাগীদের।


আর স্বাভাবিকভাবেই তাঁর রূপের জেল্লা দেখে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকেই। তাঁর মিষ্টি হাসি যে প্রতিটি মানুষের মনকে পাগল করেছে তা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে ভিডিওটির লাইক ও কমেন্ট বক্স দেখে।

বর্তমানে ভিডিওটি কয়েক লক্ষ ভিউজের গণ্ডি পেরোনোর পাশাপাশি ৪২ হাজারের বেশি মানুষকে লাইক করতে দেখা গিয়েছে। অর্থাৎ সকলের প্রিয় সেই ছোট্ট মুন্নিকে দেখে সকলের যে ব্যাপক ভালো লেগেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*