সুস্পষ্ট ব’ক্ষ আর খোলা চুলের ‘হট লুকে’ ধরা দিলেন অভিনেত্রী পায়েল সরকার

বয়স যেন কোনোভাবেই ধরা দিচ্ছে না অভিনেত্রী পায়েল সরকারের শরীরে। যত দিন যাচ্ছে ততই সুন্দরী, মোহময়ী আর আবেদনময়ী হয়ে উঠছেন তিনি। ৩৬ পেরিয়েও পায়েল একেবারে যেন এখনো আঠারো। তার সৌন্দর্যতার রহস্যের জাদু জানতে অনেকেই মরিয়া। মাঝে মাঝেই মোহময়ী ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তার অনুরাগীদের উদ্দেশ্যে।

সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশকিছু ছবি আপলোড করেছেন যা দেখে রীতিমতো উষ্ণতা অনুভব করছেন তার ভক্তরা। যেহেতু এই বলি সুন্দরীকে এতটা হট লুকে দেখা যায় না সব সময় সেই জন্যেই তার এবারের ফটো শুট নজর কেড়েছে সকলের। এই ফটোশুটে পায়েল একটি সাদা রঙের জামা পরেছিলেন, যার ওপরের বোতমগুলি প্রায় খোলা। ভেতরে পড়েছেন একটি ন্যুড কালারের ব্রা। এর মাঝেই সুস্পষ্ট ভাবে উঁকি দিচ্ছে তার বক্ষ বিভাজিকা।

ছবি শেয়ার করা নায়িকা লিখেছেন ‘মাঝে মাঝে আমি স্বাভাবিক থাকার ভান করি। কিন্তু এটি বিরক্তিকর হয়। তাই আমি যা আমি তাতেই ফায়ার যাই। ‘ খোলা চুলে এবং উম্মুক্ত উরুতে একেবারে মোহময়ী পায়েল। অভিনেত্রীর এই ছবি এখনো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যা বহু দর্শকের রাতের ঘুম কেড়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*