টেলিভিশনে জনপ্রিয়তা পেয়ে বড়পর্দায় পা রেখেছিলেন সুশান্ত সিং রাজপুত। প্রথম ছবিতেই এসেছিল সাফল্য। তাঁর মিষ্টি হাসি ও সাবলীল অভিনয়ের ভক্ত হয়ে যান সকলেই। কিন্তু গত বছরেই ঘটে যায় অঘটন। আচমকা আসে সুশান্তের মৃত্যু সংবাদ, যে ঘটনার কিনারা হয়নি এখনো।
সুশান্তের কেরিয়ারে অন্যতম ছবি ‘কেদারনাথ’। কয়েক দিন আগেই তিন বছর পূর্ণ হয়েছে এই ছবির। স্মৃতি শেয়ার করে আবেগঘন হয়েছিলেন অভিনেত্রী সারা আলি খান। বেশ হিটও হয়েছিল ছবিটি।
কিন্তু ছবিটি বানাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল পরিচালককে। কারণ প্রযোজক হাত গুটিয়ে নিয়েছিলেন। তাঁর দাবি ছিল, সুশান্ত কোনো তারকা নন।
সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমনি ঘটনার কথা জানান কেদারনাথ পরিচালক অভিষেক কাপুর। তিনি বলেন, “কেউ ছবিটা করতে রাজি হচ্ছিল না।
এই বলে যে, সুশান্ত নাকি কোনো তারকা নন। ছবিটার জন্য লড়াই করছিলাম আমি। নিজের পকেট থেকে টাকা দিয়েছিলাম ছবিটা তৈরি করতে। এত চাপ ছিল আমার উপরে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে ছবিটা আমি বানাতে পারব।”
অভিষেক আরো একটি রূঢ় সত্য তুলে ধরেন। তিনি বলেন, “কেদারনাথ তৈরির হময় আমি জানতাম যে সুশান্ত কষ্টে আছে। ওর মৃত্যুর পরেই সারা বিশ্ব ওর ভক্ত হয়ে উঠল। কিন্তু সবসময় এমনটা ছিল না।
এমন একটা ব্যাপার ছিল যেটা কখনোই ওকে বুঝতে দেয়নি যে আসলে ও কতটা জনপ্রিয় ছিল। কিন্তু ও চলে গেল, আর গোটা দেশ যেন ফেটে পড়ল, জানাল যে সবাই ওকে কতটা ভালবাসে। এটা খুবই দুঃখজনক।”