এ বছর জানুয়ারিতে প্রিয়াঙ্কা–জোনাস পরিবারে আগমন ঘটেছে নতুন এক সদস্যের। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। এখন জোনাস দম্পতির মেয়েকে ঘিরেই সবকিছু। জীবনের এই নতুন অধ্যায় তাঁরা দারুণ উপভোগ করছেন।
তবে মেয়ের জন্মের তিন মাস পার হয়ে গেছে। কিছুতেই পছন্দমতো নাম খুঁজে পাচ্ছিলেন না প্রিয়াঙ্কা। আর তাই মেয়ের নাম কী রাখবেন, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ছিলেন এই বলিউড তথা হলিউড অভিনেত্রী। অবশেষে মেয়ের নাম খুঁজে পেয়েছেন জোনাস দম্পতি। আর সেই নামও প্রকাশ্যে এসেছে।
শোনা যাচ্ছিল যে প্রিয়াঙ্কা বেশ কিছুদিন ধরে তাঁর মেয়ের নামের সন্ধানে ছিলেন। তিনি মেয়ের এমন নাম রাখতে চাইছিলেন যা ব্যতিক্রমী, অর্থপূর্ণ আর দুই পরিবারের সংস্কৃতি বহন করবে। এবার মেয়ের জন্য নাম খোঁজার পালা শেষ হয়েছে প্রিয়াঙ্কার।
অনেক ভেবেচিন্তে তিন মাসের বাচ্চার এক সুন্দর এবং অর্থপূর্ণ নাম রেখেছেন তিনি। প্রিয়াঙ্কা আর নিক মেয়ের নাম রেখেছেন মালতী মেরি চোপড়া জোনাস। যদিও এখন পর্যন্ত জোনাস দম্পতি এ বিষয়ে কিছু জানাননি। তবে এক রিপোর্টে তাঁদের মেয়ের জন্মের প্রমাণপত্র নাকি তুলে ধরা হয়েছে। সেটা অনুযায়ী মালতীর জন্ম রাত আটটার সময় হয়েছে। ‘মালতী’
নামটি সংস্কৃত থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো ‘ছোট সুগন্ধি ফুল’। আর ‘মেরি’ লাতিন ভাষা স্টেলা ম্যারিস থেকে নেওয়া হয়েছে। ‘মেরি’ শব্দের অর্থ হলো ‘সমুদ্রের তারা’।
গত ১৫ জানুয়ারি সানদিয়াগো হাসপাতালে সারোগেসির সাহায্যে প্রিয়াঙ্কা এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। প্রিয়াঙ্কা আর নিক জোনাস ২২ জানুয়ারি ইনস্টাগ্রামে ঘোষণা দিয়েছিলেন যে তাঁরা মা–বাবা হয়েছেন। তবে জোনাস দম্পতি জানাননি যে তাঁদের ঘরে পুত্র না কন্যাসন্তান এসেছে। এ বিষয় থেকে পর্দা উঠিয়েছিলেন প্রিয়াঙ্কার আত্মীয় মীরা চোপড়া। মীরা জানিয়েছিলেন যে প্রিয়াঙ্কা এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে এই দম্পতি তাঁদের পরিবারে
নতুন সদস্যের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে লিখেছিলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সারোগেসির সাহায্যে আমরা এক শিশুকে আমাদের পরিবারে স্বাগত জানিয়েছি। আমরা এই বিশেষ সময়ে একান্ত গোপনীয়তা চাই। আমরা আমাদের সম্পূর্ণ মনোযোগ এখন পরিবারকে দেব।’
প্রিয়াঙ্কা আর নিক দুজনই তাঁদের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করে চলেন। তাঁদের মেয়ের নামেও দুই পরিবারের সংস্কৃতি মিলেমিশে এক হয়ে গেছে। প্রিয়াঙ্কা শিগগিরই ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’ ছবির শুটিং শুরু করবেন। এই ছবিতে তিনি ছাড়া আছেন ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট প্রমুখ।