সুইমিংপুলে বিকিনি পরে সুপার হট লুকে ভাইরাল গায়িকা আকৃতি কাক্কার

আগে একমাত্র নায়িকারাই পারতো তাদের ফটো দিয়ে দর্শকের মন জয় করতে। তবে সেসব এখন অতীত চিন্তা ভাবনা বললে খুব একটা খারাপ হবে না । তেমনি পিছিয়ে নেই গায়িকা আকৃতি কাক্কার (Akriti Kakar)।

সম্প্রতি তার মনে পড়েছে মালদ্বীপে(Maldives) ঘোরার স্মৃতি । ক্যাপশনে মজা করে লিখেছে ” থ্রোব্যাক, একটি দারুন জায়গা যেখানে তোমরা যেতে পারবে RTPCR টেস্ট ছাড়াই’।

সেখানেই পুরো সাদা বিকিনি পরে ফটো তুলেছিলেন আকৃতি । সুইমিং পুলের মধ্যে বসে আছেন গায়িকা আর তার ফটো তোলা হয়েছে । জলের মধ্যের উষ্ণতা বাড়িয়েছে কয়েক গুন, যেমন পুরুষদের মনের উষ্ণতাও বেড়েছে অনেক খানি । আরো কিছু নিজস্বই ছেড়েছেন বিকিনি পরে ।


তবে সম্পূর্ণ বিকিনি ছবি এখনো তার কোনো ফটোর মধ্যেই দেখা যায়নি। সব গুলো ছবি তেই প্রিন্টেড বিকিনি কোট দিয়ে ঢাকা তার আবছা শরীরের অংশ ।


ছোট করে কাটা চুল এবং লালচে হাইলাইট, কানে পড়েছে ঝিনুকের সাদা কানের দুল। সব কিছু মিলিয়ে আকৃতি হয়ে গেছে কোনো বড়ো নায়িকার থেকে কম নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*