আগে একমাত্র নায়িকারাই পারতো তাদের ফটো দিয়ে দর্শকের মন জয় করতে। তবে সেসব এখন অতীত চিন্তা ভাবনা বললে খুব একটা খারাপ হবে না । তেমনি পিছিয়ে নেই গায়িকা আকৃতি কাক্কার (Akriti Kakar)।
সম্প্রতি তার মনে পড়েছে মালদ্বীপে(Maldives) ঘোরার স্মৃতি । ক্যাপশনে মজা করে লিখেছে ” থ্রোব্যাক, একটি দারুন জায়গা যেখানে তোমরা যেতে পারবে RTPCR টেস্ট ছাড়াই’।
সেখানেই পুরো সাদা বিকিনি পরে ফটো তুলেছিলেন আকৃতি । সুইমিং পুলের মধ্যে বসে আছেন গায়িকা আর তার ফটো তোলা হয়েছে । জলের মধ্যের উষ্ণতা বাড়িয়েছে কয়েক গুন, যেমন পুরুষদের মনের উষ্ণতাও বেড়েছে অনেক খানি । আরো কিছু নিজস্বই ছেড়েছেন বিকিনি পরে ।
তবে সম্পূর্ণ বিকিনি ছবি এখনো তার কোনো ফটোর মধ্যেই দেখা যায়নি। সব গুলো ছবি তেই প্রিন্টেড বিকিনি কোট দিয়ে ঢাকা তার আবছা শরীরের অংশ ।
ছোট করে কাটা চুল এবং লালচে হাইলাইট, কানে পড়েছে ঝিনুকের সাদা কানের দুল। সব কিছু মিলিয়ে আকৃতি হয়ে গেছে কোনো বড়ো নায়িকার থেকে কম নয়।
Leave a Reply