সিনেমা, সিরিয়াল কোনটাতেই আর নেই তিনি! সিরিয়াল ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল শ্রীলেখাকে

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সমালোচিত নাম হল শ্রীলেখা মিত্র। সিনেমা বা তাঁর অনস্ক্রিন কাজের থেকেও বেশি সারাক্ষণই তিনি তাঁর নানারকম বক্তব্য নিয়ে লাইমলাইটে থাকেন।

মাঝে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর নেপটিজম নিয়ে সরব হয়েছিল গোটা ভারত। বলিউডের পাশাপাশি বাদ যায়নি টলিউডও। তখন প্রসেনজিৎ ঋতুপর্ণার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন অভিনেত্রী।

অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সিনেমার কন্ট্রাক্টে লিখে দিতেন যে নায়িকা হিসাবে তাঁর ঋতুপর্ণাকেই চাই। আর একারণেই যোগ্যতা থাকা সত্বেও তিনি তাঁর যোগ্য সম্মান পাননি।

সম্প্রতি অপুর সংসারে এসে আরও এক বিস্ফোরক বক্তব্য করেন তিনি।এর আগে এই টক শোতেই অভিনেত্রী অঞ্জনা বসু সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়কে জানান, ‘ আমি জানি না কেন, শ্রীলেখাদির আমার উপর রাগ আছে।’

এই বিষয়ে শ্রীলেখাকে জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী একদম নিজের স্টাইলে তার উত্তর দেন। তিনি বেশ অভিমানের সুরেই বলেন, ‘ আমি ভদ্রমহিলাকে খুব অল্প চিনি। তিনি আমার জীবনের এতটাও গুরুত্বপূর্ণ কেউ নন, যে তাঁকে আমি বাজে কথা বলব। আর এমনি এমনি আমি বাজে কথা বলার মানুষ নই। তাঁর সঙ্গে একটিই সিরিয়াল করেছিলাম, যেটা আমায় ছাড়তে বাধ্য করা হয়েছিল যা এটা একটা বাজে ঘটনা।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *