“সিনেমা ফ্লপ হওয়ার ভয় আমি পাই না”-শুভশ্রী গাঙ্গুলি!

গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ফিল্ম ‘ডক্টর বক্সী’। এই ফিল্মে নামভূমিকায় অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। রয়েছেন বনি সেনগুপ্ত। নববর্ষের প্রথম মাসে মুক্তিপ্রাপ্ত ‘ডক্টর বক্সী’-র বক্স অফিস সাফল্য বিরাট নয়। তবে শুভশ্রী তা নিয়ে ভাবছেন না।

তিনি পারফরম্যান্সে বিশ্বাস করেন। 2022 সালে শুভশ্রী অভিনীত একের পর এক ফিল্ম রিলিজ করেছে। পাশাপাশি 2023 সালের গোড়াতেই নিজে প্রযোজনা শুরু করেছেন তিনি। শুভশ্রীর প্রযোজনায় নির্মিত হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়। অভিনীত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এই সিরিজটি পরিচালনা করছেন রাজ চক্রবর্তী।

গত বছর শুভশ্রী অভিনীত ওয়েব সিরিজ ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লাহ’, ‘বৌদি ক্যান্টিন’। প্রথম দুটি ফিল্ম রাজের পরিচালনায় তৈরি। ‘ধর্মযুদ্ধ’-এ প্রায় নো মেকআপ লুকে দেখা গিয়েছে শুভশ্রীকে। ইন্দ্রদীপ দাশগুপ্ত-র পরিচালনায় নির্মিত ‘বিসমিল্লাহ’-য় শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন ঋদ্ধি সেন।

টলিউড পেয়েছে অসমবয়সী জুটির অভিনবত্ব। ‘বৌদি ক্যান্টিন’ পরিচালনা করেছেন পরমব্রত। এই ফিল্মটি পরিচালনা করার পাশাপাশি শুভশ্রীর বিপরীতে তিনিই অভিনয় করেছেন। ফিল্মের সংখ্যা অনেক হলেও শুভশ্রীর এই ফিল্মগুলি বক্স অফিসে রেকর্ড তৈরি করতে পারেনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *