সিদ্ধার্থ-কিয়ারার বৌভাতে এসে নিজের উ;ত্তে;জ;না ধরে রাখতে পারলেন না ভূমি , গাড়ির ভিতরে শুরু করলেন সে;ক্স; ভাইরাল ভিডিও

সিদ্ধার্থ-কিয়ারার বৌভাতের রাত। মাকে নিয়ে উপস্থিত ছিলেন ভূমি পেড়নেকর। বেইজ রঙের ডিপ কাট ব্লাউজ আর লেহেঙ্গা চোলিতে সাজা নায়িকার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। সেদিন রাতেরই নায়িকার এক কাণ্ড ফাঁস হল! যে ভিডিও দেখে শোরগোল নেটপাড়ায়।

গাড়ির ভিতর রহস্যময় এক পুরুষের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে দেখা যায় ভূমি পেড়নেকরকে। মুম্বইয়ের সেন্ট রেগিস হোটেলে সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনের আয়োজন হয়েছিল। পার্টির পর অনেক রাতে সেখান থেকে বেরন ভূমি। নিরাপত্তারক্ষীদের কড়া সুরক্ষাবলয়ে গাড়িতে উঠতে দেখা যায় নায়িকাকে। আর সেখানেই এমন কাণ্ড!

পার্টি থেকে বেরিয়ে গাড়ি অবধি ভূমি পেড়নেকরকে ছাড়তে এসেছিলেন ওই ব্যক্তি। নায়িকাকে গাড়িতে তুলে দিয়ে তাঁর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেন তিনি। এরপরই বেরিয়ে যায় নায়িকার গাড়ি। সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে ভূমির সেই ভিডিও হু-হু করে দাবানল গতিতে ভাইরাল হয়ে যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কে সেই ব্যক্তি?

সূত্রের খবর, তিনি যশ কাটারিয়া। পেশায় বিল্ডার। তাঁর সঙ্গেই এখন সম্পবর্কে রয়েছেন ভূমি পেড়নেকর। যদিও সম্পর্ক কিংবা ব্যক্তিগতজীবন নিয়ে কোনওদিনই মুখ খোলেননি নায়িকা।

তবে সিড-কিয়ায়ার রিসেপশনে ভূমির সঙ্গে তাঁর ভাব বিনিময়ে দেখে দুয়ে-দুয়ে চার করতে সময় লাগেনি পাপ্পারাজিদের। অতঃপর সেই ভিডিও ক্যামেকাবন্দী করার সুযোগও হাতছাড়া করলেন না তাঁরা। যা দেখে শোরগোল নেটপাড়ায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *