ক্যালেন্ডার অনুযায়ী চলছে মাঘ মাস। অর্থাৎ বিয়ের মরশুম। চারিদিকে যখন বিয়ে বিয়ে আবহাওয়া ঠিক তখনই বিয়ের মরশুম শুরু হয়েছে বলিউডেও। চলতি মাসের ৭ তারিখেই সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের ‘শেরশাহ’ জুটি।
রাজকীয় ভাবে রাজস্থানে বিয়ে সেরেছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণী। তাঁদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন একঝাঁক বলিতারকা সহ বিশিষ্ট ব্যক্তিরা। আর এসবের মধ্যেই বলিউডে কান পাতলেই ফের শোনা যাচ্ছে বিয়ের সানাই। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে বাগনান সারছেন বলিউড ডিভা কৃতি শ্যানন এবং দক্ষিণী সুপারস্টার প্রভাস।
ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন ফিল্ম সমালোচক উমর সান্ধু। মুহূর্তের মধ্যেই ভাইরাল সেই টুইট। টুইটারে তিনি লিখেছেন,’ আগামী সপ্তাহেই আংটি বদল করতে চলেছেন বহু চর্চিত এই জুটি। মালদ্বীপে বাগদান সারবেন তাঁরা’।
উল্লেখ্য, সম্প্রতি একই ছবিতে ধরা দিয়েছেন এই তারকা জুটি। আদিপুরুষ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন। আর সেই থেকে নাকি চুটিয়ে প্রেম করছেন এই জুটি এমনটা জানা গিয়েছিল অনেকদিন আগেই।