সিদ্ধার্থের শেষ র‍্যাপ গান

গত ২ সেপ্টেম্বর আচমকা খবর আসে। হৃদ্‌রোগে মারা গেছেন সিদ্ধার্থ শুক্লা। ভারতের টেলিভিশন–জগতের অন্যতম জনপ্রিয় এই তারকার মৃত্যুতে শোক নেমে এসেছিল ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।

তাঁর চলে যাওয়ার শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি পরিবারের সদস্য ও ভক্তরা। জন্মদিনে সিদ্ধার্থকে শ্রদ্ধা জানাতে এবার পরিবার থেকে আয়োজন করা হয়েছে ভিন্ন উদ্যোগের। সে আয়োজনের কথা শুনে আপ্লুত ভক্তরাও।

আগামী ১২ ডিসেম্বর এই অভিনেতা ও রিয়েলিটি শো তারকার জন্মদিন। মৃত্যুর পর প্রথম জন্মদিন উদ্‌যাপন করা হবে তাঁর রেকর্ড করা একটি র‍্যাপ প্রকাশ করে।

পরিবারের পরিকল্পনা এমনটাই। ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন করা হয়েছে। এই উদ্যোগের খবর শুনে ভক্তরাও তাঁকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট দিয়েছেন।

একজন লিখেছেন, ‘একজন নায়ক, একজন রাজা, একজন তারকা, একজন মহাতারকা। আর সবকিছু ছাপিয়ে এক অসাধারণ মানুষ। তিনি সিদ্ধার্থ শুক্লা। সিদ্ধার্থ সব সময় আমার কাছে হৃদয়ের টুকরা হয়ে থাকবে। কারণ, তিনি একজন দারুণ মানুষ ও সুন্দর মনের অধিকারী। আপনার ভক্ত হতে পেরে সব সময়ই গর্ব করি।’

একজন লিখেছেন, ‘কিন্তু যখন আপনি হাসেন, বিশ্ব ভেবে নেয়, সব ঠিকঠাক চলছে।’
সিদ্ধার্থ শুক্লার ব্যক্তিত্ব ছিল খুবই শক্তিশালী। তাঁকে অনেকেই আদর্শ হিসেবে মানতেন। তাঁর মৃত্যুতে তাঁর প্রেমিকা শেহনাজ গিল ও পরিবারের সদস্যরা ভেঙে পড়েন।

শেহনাজ ‘বিগ বস থার্টিন’ আসরে সিদ্ধার্থের সঙ্গে ছিলেন। ধীরে ধীরে প্রেমে পড়েন তাঁরা। সিদ্ধার্থের মৃত্যুতে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এই অভিনেত্রী ও মডেল। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *