হিন্দি ধারাবাহিক থেকে বিগ বসের ঘরে সব কিছুতেই দুর্দান্ত পারফরম্যান্স করতে দেখা গেছে রেশমি দেশাইকে। তবে বর্তমানে তাকে অভিনয়ে তেমন খুঁজে পাওয়া যয় না। কিন্তু এক সে এক বোল্ড ও ছোট পোশাকে ফটো দিয়ে লাইমলাইট বজায় রেখেছেন নিজের উপরে।
ইনস্টাগ্রামে দারুন অ্যাক্টিভ অভিনেত্রী । বর্তমানে তাঁর ৫.৭ মিলিয়ন ফলোয়ার্স আছে সেখানে। এবার তার ট্রান্সপ্যারেন্ট পোশাকের একটি ফটো আবারো পুরুষদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
ফটোতে আইস শেডের ট্রান্সপ্যারেন্ট পোশাকে দেখা গেছে নায়িকাকে। টাইট পোশাক ও হাই থাই স্লিট যে কারনে দুটি পা তাঁর সম্পূর্ণ দৃশ্যমান। বক্ষ জোড়া শুধুমাত্র ঢেকেছে কোনো মতে যে কারণে অনায়েসেই উষ্ণতাকে হাত ছানি দিয়ে আহ্বান জানিয়েছেন তিনি। তিনটি ফটোর মধ্যে কোনোটায় ব্যাকড্রপ আবার কোনোটায় ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি।
খোলা চুল, ন্যুড মেকআপ, ঠোঁটে লিপস্টিক শোভা বাড়িয়েছে তাঁর। শুধু তাই নয় পায়ে কিন্তু ম্যাচিং ট্রান্সপ্যারেন্ট হিলস দেখা গেছে। ছবিতে ১ লক্ষের বেশি লাইক ছাড়িয়ে গেছে। ফটোর থেকে যেন চোখ সরাতে পারছেন না কেউ। ‘হট’ কিংবা ‘সেক্সি’ এসব কমেন্ট করেছেন সকলে।
৩৬ বছরের রেশমি ২০১২ সালে বিয়ে করেছিলেন। কিন্তু ২০১৬ সালে ডিভোর্স হয়ে যায় তাঁর। এখন তিনি পুরোপুরি সিঙ্গেল বলা চলে। ‘দিল সে দিল তাক’ কিংবা ‘উত্তরণ’র মতো ধারাবাহিকে দেখা মিলেছে তাঁর। শোনা যায় টেলিভিশনের সবথেকে বেশি পারিশ্রমিক হাঁকানোর দিক থেকে রেশমি দেশাই সবার উপরে থাকেন। এমন বোল্ড ও হট অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা নেহাত কম হবে না তা বলাই বাহুল্য।