সালমান খানের কাছে কাতর অনুরোধ সানি লিওনির, চর মারবেন না!

বলিউডের সবচেয়ে বহুলচর্চিত নায়িকা সানি লিওনি । একসময়ের পর্ণস্টার সানি এই মুহূর্তে মুম্বইয়ের বাসিন্দা। হিন্দি অনেকটাই আয়ত্তে এনেছেন। এবার সলমান খান কে সানি বললেন, তাঁকে চড় না মারতে।+

ক্রমশ জমে উঠেছে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এর 15 নম্বর সিজন। প্রায়ই শোয়ের সঞ্চালক সলমানের সঙ্গে একই মঞ্চে দেখা যায় বলিউডের তারকাদের। এবার নিজের নতুন মিউজিক ভিডিওর প্রচারে এসেছিলেন সানি।

কণিকা কাপুর এর সুরে আরও একবার সানির নৃত্যশৈলী হয়েছে ক্যামেরাবন্দী। মিউজিক ভিডিওর নাম ‘মধুবন’। এর শুটিং আগেই হয়ে গিয়েছিল। এবার মুক্তি পেতে চলেছে তার গান। ‘মধুবন’-এর প্রচারে বিগ বসের মঞ্চে এসেছিলেন সানি।

বিগ বসের মঞ্চে এসে সলমান অভিনীত ‘দাবাং’ ফিল্মের সংলাপ বলে সলমানকে রীতিমত চমকে দেন সানি। তবে সেই সংলাপকে ঠিক করে বলতে পারেননি সানি। কিন্তু তাতেই তিনি সাড়া ফেলে দিয়েছেন। ভাইরাল হয়েছে তাঁর ভিডিও।

এদিন বিগ বসের প্রতিযোগীদের সাথেও সময় কাটিয়েছেন কণিকা ও সানি। পুল পার্টিতে মজার পাশাপাশি একটি কঠিন টাস্ক দিয়েছেন সানি। কয়েকটি ড্রিংকস-এর বোতলের গায়ে লেখা থাকে কয়েকটি শব্দ। যাঁর নামে এই শব্দ রয়েছে, তাঁর মাথায় ঢালা হয় ড্রিংকটি। সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে বিগ বস।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *