গত মাস থেকেই শুরু হয়েছে হিন্দি সারেগামাপা, যা অনুষ্ঠিত হচ্ছে Zee Tv এর পর্দায়। যেখানে দেশের কোণা কোনা থেকে উঠে এসেছে প্রায় ১৬জন প্রতিযোগিরা।
যেখানে প্রতিযোগী হিসেবে আছেন ৫ মাসের সন্তান কোলে নিয়ে এক মা, আছেন দুই বাবার প্রিয় দুই কন্যা, আর তো আছেনই বাংলার গর্ব ৫ প্রতিযোগী। তাই বাংলার দর্শকদের উৎসাহও অনেকটাই বেশি।প্রায় প্রতি সপ্তাহেই থাকে এই শোতে নানানরকমের চমক।
পাশাপাশি থাকেন বলিউডের সব স্বনামধন্য তারকা থেকে শুরু করে সঙ্গীতজ্ঞরাও। তবে এবার এই শোয়ের বিচারক হিসেবে আছেন বলিউডের সব মহান সঙ্গীত মহারথীরা, Shankar Mahadeban, Himesh Reshammiya, Bishal Dadlani।
তবে এই সপ্তাহে এসেছিলেন বলিউডি ভাইজান Salman Khan, তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত অন্তিম ছবির প্রমোশনে এসেছিলেন তিনি সারেগামাপা এর মঞ্চে তাঁর পুরো অন্তিম পরিবারকে নিয়ে। আর তার মানে অবশ্যই সালমান খান অভিনীত সব ছবির গানই এই শোয়ের প্রতিযোগিরা গাইবেন সেটাই স্বাভাবিক।
আর ইতিমধ্যেই সারেগামাপা এর মঞ্চে সকলের প্রিয় হয়ে উঠছেন বাংলার ছেলে Snigdhajit Bhowmick। তাঁর কন্ঠে যে কতটা উৎফুল্ল বিচারকমন্ডলী তা আলাদা করে বলার দরকার নেই। তবে এবার এই ১৬ জন প্রতিযোগীর মঞ্চে আরেকজন আছেন যাকে বলা হচ্ছে ছোট Sonu Nigam। কারণ তাঁর কন্ঠ এক্কেবারেই Sonu Nigam এর মতই।
এবার ভাইজানের সামনে ভাইজানের অভিনীত ছবি ‘Pyar kiya to darna kya’ ছবির ‘O Oh Jane Jaane Jaana‘ গানটিতে অসাধারণ পারফরম্যান্স করলেন স্নিগ্ধজিৎ এবং মিনি সোনু নিগম।
যদিও আজকে এই এপিসোড টেলিকাস্ট হবে। তারই একটি ঝলক স্নিগ্ধজিৎ তাঁর ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট করলেন। আর সবাইকে জানাতে ভুললেন না যে দয়া করে সবাই দেখবেন আজকের এপিসোডটি।
তবে এই এপিসোডের খানিকটা ঝলকে স্পষ্ট যে তাঁদের গান শুনে যে উৎফুল্ল হয়ে উঠেছেন সালমান তা জানতে বাকি নেই কারুর, সঙ্গে সবথেকে আকর্ষণীয় বিষয় সালমান নিজেও তাঁদের সঙ্গে গানের সঙ্গে তাল মেলালেন। যদিও এটি একটি পপুলার গান ভাইরাল ছবির সেটাও একটা ব্যাপার।