ভারতীয় সংগীত জগতের অত্যন্ত পরিচিত একজন প্লেব্যাক সিঙ্গার হলেন বাঙালি গায়িকা মোনালি ঠাকুর। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এই গায়িকার অনুরাগীর সংখ্যাও কম নেই সারাদেশে। ‘সাবার লু’ থেকে ‘মোহ কি ধাগে’ কিংবা ‘তুনে মারি এন্ট্রি’ এমনই একাধিক গান রয়েছে গায়িকার হিট লিস্টে।
এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় গানের রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার’-এর মঞ্চে বিচারকের ভূমিকায়। একটা সময় মোনালি ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের মত মুখশ্রী দেখে অনেকেই তাকে লেডি ক্রাশ বলতেন। আবার কারোর কাছে তিনি ছিলেন বেবি ডল। কিন্তু সম্প্রতি এই মিষ্টি গায়িকা পড়েছেন নেটিজেনদের একটা বড় অংশের রোষের মুখে।
সদ্য এই গানের রিয়েলিটি শো থেকে সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি আপলোড করেছিলেন গায়িকা। সেই ছবি দেখেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে ব্যাপক ট্রোলিং। আসলে এদিন মোনালিসার শেয়ার করা ছবিতে তাঁর ঠোঁট আগের থেকে বেশ অনেকটাই চওড়া দেখতে লাগছে। যা দেখে একেবারেই পছন্দ হয়নি অভিনেত্রীর অনুরাগীদের।
প্রসঙ্গত আজকের দিনে সেলিব্রিটিদের অনেকেই নিজের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে আশ্রয় নেন প্লাস্টিক সার্জারির মতো কৃত্রিম জিনিসের। মোনালীর এই ছবি দেখেও নেটিজেনদের একটা বড় অংশের দাবি তিনি নিজের ঠোঁটে সার্জারি করিয়েছেন অর্থাৎ ‘লিপ জব’ করে মনালি নাকি ঠোঁটের আকার পরিবর্তন করার চেষ্টা করেছেন।