সারা নাকি অনন্যা, কার সাথে প্রেমে মেতেছেন বলিউড অভিনেতা কার্তিক? অবশেষে মুখ খুললেন তিনি!

বলিউড জগতের এক অন্যতম অভিনেতা কার্তিক আরিয়ান। একাধিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। তাঁর অভিনয় বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। ২০১১ সালে বলিউড জগতে পা রাখেন কার্তিক আরিয়ান। ‘পেয়ার কা পঞ্চনামা’ ছবিতে প্রথম অভিনয় করেন এই অভিনেতা। প্রথম ছবিতেই অভিনয় করে দর্শকদের মন জিতে নেন তিনি। তারপর আর ফিরে তাকাতে হয়নি পেছনের দিকে।

একের পর এক ছবিতে দেখা গেছে অভিনেতাকে। সম্প্রতি মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘শেহ্জাদা’। এই অভিনেতার ব্যক্তিগত জগৎ নিয়েও হয়না কম চর্চা। একাধিক অভিনেত্রীর সাথে প্রেমের সর্ম্পকে জড়িয়েছেন তিনি। একটা সময় কার্তিক এবং সারা আলী খানকে নিয়ে বলিউডে শুরু হয়েছিল জোর গুঞ্জন।

‘লাভ আজকাল ২’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল এই তারকা জুটিকে। ছবির শুটিং চলাকালীনই তাঁদের সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়। তবে ছবি মুক্তি পাওয়ার পরেই ভাঙ্গন ধরে তাঁদের সর্ম্পকে। আর এই ঘটনা চমকে দিয়েছিল অনুরাগীদের। সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন ‘আপকি আদালত’ শোতে। সেখানেই সঞ্চালকের প্রশ্নের জবাবে কার্তিক বলেন, ‘ আমাদেরও একটা ব্যক্তিগত জীবন আছে।

অভিনয় জগতের বাইরে আমরা বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসি। কোন বন্ধুর সাথে কোথাও ঘুরতে গেলেই নানান রকম গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু এগুলো একেবারেই ঠিক না’। বর্তমানে নিজের কাজ নিয়ে যথেষ্টই ব্যস্ত এই অভিনেতা। ‘ভুলভুলাইয়া ২’ মুক্তি পাওয়ার পরই বদলে গেছে অভিনেতার জীবন।চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে ‘শেহ্জাদা’। তাঁর হাতে এখনও একাধিক ছবির কাজ আছে। তাঁকে দেখা যাবে ‘আশিকি ৩’ ছবিতে। এছাড়াও মুক্তির পথে তাঁর আরও অনেক ছবি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *