তিন ম্যাচ হেরে নিজেদের ইতিহাসে সবথেকে খারাপভাবে মরশুমের শুরুটা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। অপরদিকে, সানরাইজার্স হায়দরাবাদেরও অবস্থা শোচনীয়।
প্রথম দুই ম্যাচে হারতে হয়েছে নিজামের শহরের ফ্রাঞ্চাইজিকেও। ডিয়াই পাতিল স্টেডিয়ামে তাই মরিয়া হয়ে মরশুমের প্রথম জয়ের খোঁজে একে অপরের মুখোমুখি হবে সিএসকে ও সানরাইজার্স। দুই প্রাক্তন আইপিএল বিজেতাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।
সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
এখনও অবধি সিএসকে ও সানরাইজার্স ১৬ বার একে অপরের মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানের বিচারে সিএসকে এই ম্যাচে নিজেদের দাপট দেখিয়েছে, তা বলাই বাহুল্য। তারা ১৬টির মধ্যে ১২টি ম্যাচে জয় পেয়েছে।
সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের দলে দুই বদল ঘটিয়েছেন। মার্কো জানসেন ও শশাঙ্ক সিং এই ম্যাচে মাঠে নামছেন।
সানরাইজার্সের প্রথম একাদশ-
কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক, টি নটরাজন
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ থেকে নিজেদের একাদশে এক বদল ঘটিয়ে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। ডোয়েন প্রিটোরিয়াসের বদলে সিএসকে জার্সিতে অভিষেক ঘটছে মাহিশ থিকসানার।
সিএসকের প্রথম একাদশ-
রুতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, মইন আলি, আম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা (ক্যাপ্টেন), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), শিবম দুবে, ডোয়েন ব্র্যাভো, ক্রিস জর্ডন, মাহিশ থিকসানা ও মুকেশ চৌধরী