ভারতের ক্রিকেট জগতের অন্যতম মিষ্টি কাপল বলে ধরা হয় মাহি ও সাক্ষীকে। এক ফুটফুটে কন্যা সন্তানের অভিভাবক তাঁরা। ধোনি বরাবর মুখচোরা হলেও সাক্ষী তার উল্টো। এটাই বোধহয় তাঁদের সম্পর্কের ইউএসপি। সেই ধোনিই অনুরাগীদের চিন্তায় ফেলে দিলেন। এমন পরিবার থাকা সত্ত্বেও ধোনি যখন ইনস্টাগ্রামে লেখেন, “চলো বিয়ে করি ফেলি” তখন ফ্যানদের চিন্তা হয় বইকি।
সাক্ষীর সঙ্গে তাহলে কি সম্পর্কে ফাটল ধরেছে? নাহ্, এতটা চিন্তার প্রয়োজন নেই। কারণ মাহি ও সাক্ষী মেড ফর ইচ আদার। ব্যাপারটা হল, নতুন ইনিংস শুরু করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে দক্ষিণী ভাষার প্রতি আলাদা টান ধোনির। তাই তামিল সিনেমা দিয়ে সিনেমার জগতে পা রাখতে চলেছে ধোনির প্রোডাকশন হাউস #Dhoni Entertainment। ছবির নাম ‘লেটস গেট ম্যারেড’।
শুক্রবার ছিল ছবিটির মোশন পোস্টার রিলিজ। ধোনি না থাকলেও উপস্থিত ছিলেন সাক্ষী। ছবির পরিচালনায় রমেশ থামিলমানি। নায়ক, নায়িকার ভূমিকায় রয়েছেন ঋষ কল্যাণ ও ইভানা।
ছবির মোশন পোস্টার রিলিজে উপস্থিত না থাকলেও শুক্রবার রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ধোনি। ভিআইপি বক্সে স্ত্রী সাক্ষীর সঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে।