সস্তা রাসেলকে স্রেফ ছারখার করে দিলেন আসল রাসেল, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

স্মিথের এক ওভারে ২৩ রান নেন রাসেল।এক ওভারে দেন ৩০ রান। তার মধ্যে ২৩ রানই এসেছে ‘আইডল’ আন্দ্রে রাসেলের ব্যাট থেকে।

তারপরই ওডিয়ান স্মিথকে নিয়ে উত্তাল হয়ে উঠল সোশ্যাল মিডিয়া। ছড়িয়ে পড়ে মিম। অনেকে বলতে থাকেন, ‘সস্তা’ রাসেলকে স্রেফ ছারখার করে দিলেন আসল রাসেল।

শুক্রবার কেকেআরের ইনিংসের ১২ তম ওভারে বল করতে আসেন পঞ্জাব কিংসের স্মিথ। তখন বেশ চাপেই ছিল কেকেআর। বেশ লড়াইয়ের জায়গা ছিল। কিন্তু স্মিথের সেই ওভারই খেলা শেষ করে দেয়।

প্রথম বলে রাসেলকে চার রান ‘উপহার’ দেন স্মিথ। পরের বল একেবারে চিরাচরিত ভঙ্গিমায় সামনে পা এগিয়ে বিশাল ছক্কা মারেন রাসেল।

মিড উইকেটের উপর দিয়ে উড়ে যায় বল। পরের বলে একেবারে ঢিমেগতির করেন স্মিথ। যে বলটা নিজের কেরিয়ারের শুরুতে সম্ভবত ধরে ফেলেছিলেন রাসেল।

তাই তৈরি ছিল উত্তরও। স্কোয়ার লেগের উপর দিয়ে বল উড়ে যায় গ্যালারিতে। পরের বলে এক রান নেন ‘ড্রে রাস’। সেটা আবার নো বল হয়।

রাসেলের সেই বিধ্বংসী রূপের পর উত্তাল হয়ে ওঠে। ছড়িয়ে পড়ে অসংখ্য মিম। বিশেষত সম্প্রতি স্মিথকে ভবিষ্যতের রাসেল হিসেবে দাবি করছিলেন বিশেষজ্ঞদের একাংশ।

অনেকেই বলতে থাকেন, ‘সস্তা’ রাসেলকে স্রেফ ছারখার করে দিলেন আসল রাসেল। সেইসঙ্গে রাসেলের বিধ্বংসী রূপেও মজেছেন নেটিজেনরা।

তবে স্মিথের উপর দিয়ে ‘ঝড়’ বেশি বয়ে গেলেও শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাসেলের তাণ্ডবের থেকে রাহুল চাহার ছাড়া কেউ রক্ষা পাননি।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ৩১ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাঁর সৌজন্যেই ৩৩ বল বাকি থাকতে অনায়াসে ম্যাচ জিতে গিয়েছে কলকাতা।

অথচ রাসেল যখন ক্রিজে এসেছিলেন, তখন ৫১ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল কেকেআর। সেখান থেকে ম্যাচের রং পালটে দেন রাসেল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *