জিরো সিনেমা’র বছর তিন পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড কিং খান শাহরুখ।সর্বশেষ মুক্তিপ্রা’প্ত বেশকিছু সিনেমা সেভাবে ব্যবসা সফল না হওয়ায় ‘জিরো’ সিনেমাটির পর বেশ লম্বা বিরতি নিয়েছিলেন বলিউড বাদশাহ।
প্রায় ১২০টির উপর স্ক্রিপ্ট পড়া শেষ করে সম্মতি দিলেন সি’দ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমায়। শুটিংও করে ফেলেছেন প্রায় অর্ধেকের বেশি সিনেমা’র।
তবে সম্প্রতি তথ্য মিলেছে ‘ওয়ার’খ্যাত পরিচালকের সিনেমায় শুধুমাত্র বেস্ট স্ক্রিপ্টই নয় রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিয়ে প্রত্যাব’র্তন করছেন শাহরুখ।
ভারতীয় বেশকিছু গণমাধ্যম সম্প্রতি তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, ‘পাঠান’ সিনেমাটির জন্য শাহরুখ ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এর মাধ্যমে ভারতের সবথেকে বেশি পারিশ্রমিকপ্রা’প্ত অ’ভিনেতাদের তালিকার শীর্ষে নাম লিখিয়েছেন। এটা অবশ্য এই অ’ভিনেতার জন্য নতুন কিছু নয়।
তবে নতুন খবরটি হলো সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে লভ্যাংশ থেকে কোন অর্থ নিবেন না শাহরুখ। যা তিনি নিয়মিতই করে থাকেন।
প্রস’ঙ্গত, ‘পাঠান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অ’ভিনয় করছেন দীপিকা পাডুকোন। খল চরিত্রে অ’ভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অ’ভিনেতা জন আব্রাহা’ম।
অ’পরদিকে, এ সিনেমাতে একটি ছোট ক্যামিও চরিত্রে অ’ভিনয় করেছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। দিন কয়েক আগে সালমান তার এই সিনেমা’র শুটিংও শেষ করেছেন।
Leave a Reply