ফটো ও ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইনস্টাগ্রামে স্ত’নের ছবি পোস্ট করে এক লাখ ফলোয়ার হা’রিয়েছেন গ্র্যামি জয়ী মা’র্কিন সংগীতশিল্পী বিলি এইলিস।
সোমবার (২৮ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন এই গায়িকা। এতে তার আইফোনের লক স্ক্রিনের ছবি পোস্ট করেন তিনি। এতে জলরঙা ছবিতে দু’জন ন’ গ্ন না’রীকে দেখা যায়।
পরবর্তী সময়ে বিলি এইলিশকে তার পছন্দের একটি শিল্পকর্ম দেখাতে অনুরোধ করা হয়। এরপর তিনি উ’ন্মুক্ত স্ত’নের ছবি পোস্ট করেন। পাশাপাশি ক্যাপশনে লেখেন, ‘লুল, আমি স্ত’ ন খুব ভালোবাসি’।
কিন্তু বিলির এই কৌতূক অনেক অনুসারীই পছন্দ করেননি। কয়েক মু’হূর্তেই তার অনুসারী ৭৩ মিলিয়ন থেকে ৭২.৯ মিলিয়নে নেমে আসে। অর্থাৎ এক লাখ অনুসারী হা’রান তিনি।
তবে এর জবাবও দিয়েছেন এই গায়িকা। ইনস্টাগ্রামে এর প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, ‘যে কোনো দিক থেকেই হোক আপনারা এখনো বা’চ্চা আছেন’।
Leave a Reply