সম্প্রতি মুক্তি পাওয়া ইমনের ‘টাপা টিনি’ গানে নেচেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি, ইমনের আরও একটি গানে পারফর্ম করলেন ‘টলিকুইন’ ঋতুপর্ণা। সৌজন্যে নতুন মিউজিক ভিডিয়ো ‘ও দিওয়ানা মন’। অশোক ভদ্রর সঙ্গীত পরিচালনায় সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন এই মিউজিক ভিডিয়োটি।
তাতে ‘নাচবো আমি, গাইবে তুমি’ অ্যালবামের ‘ও দিওয়ানা মন’ গানে শ্রীলা চট্টোপাধ্যায়ের কোরিওগ্রাফিতে নাচতে দেখা গিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে এই মিউজিক ভিডিয়োটি লঞ্চ করা হয়। সেখানে শ্রীলা চট্টোপাধ্যায়ের নাচের দল ‘সৃষ্টি’ ডান্স ট্রুপের সঙ্গে হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
মিউজিক ভিডিয়োতে ঋতুপর্ণার সঙ্গে নেচেছেন শিল্পী শ্রীলা চট্টোপাধ্যায় নিজেও। মিউজিক ভিডিয়োর লঞ্চে এদিন ঋতুপর্ণা ছাড়াও সেখানে ছিলেন শ্রীলা চট্টোপাধ্যায়, অশোক ভদ্র, সতীনাথ মুখোপাধ্যায়, জোজো, দেবিকা মুখোপাধ্যায়, অমর সেন সহ অন্যান্যরা। তবে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঋতুপর্ণাই।
প্রসঙ্গত, ঋতুপর্ণা সেনগুপ্তের কথায়, তিনি সবসময়ই চান নতুনরা উঠে আসুক, নতুন কিছু করুক। আর সেকারণেই তিনি নতুনদের পাশে থাকতে চান। এক্ষেত্রেও তিনি নতুনদের পাশে দাঁড়াতেই এই মিউজিক ভিডিয়োর অংশ হয়েছেন।