“সব্বাই ভাবছে সংসার করার জন্য আমি ফিল্ম ছেড়ে দিয়েছি, কিন্তু এটা ভুল” মুখ খুললেন কারিনা!

অনেকদিন পর আবারও ফিল্মে সরব হচ্ছেন। তবে এবারের কাজটি একটু ভিন্ন। মার্ভেল’স ওয়েস্টল্যান্ডার্স-এর নতুন পডকাস্ট সিরিজে শোনা যাবে করিনা কাপুর খানের কণ্ঠস্বর। শুধু তার নয়, স্বামী, অভিনেতা সাইফ আলি খানের কণ্ঠও শোনা যাবে এই নতুন সিরিজে। সঙ্গে থাকছেন জয়দীপ অহলওয়াট, শারদ কেলকর, প্রাযক্তা কোহলি, মাসাবা গুপ্তর মতো তারকারা।

গত শুক্রবার মুম্বইতে ঘোষণা করা হয় এই নতুন কাজের কথা। করিনা থাকছেন বৈগ্রহিক মার্ভেল খলচরিত্র ব্ল্যাক উইডো (নাতাশা রোমানফ)-এর চরিত্রে। এমসিইউ ছবিতে যে চরিত্রে অভিনয় করেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। করিনা জানান, ব্ল্যাক উইডো চরিত্রটি তাকে অনুরণিত করে, তাই সঙ্গে সঙ্গেই তিনি রাজি হয়ে যান।

কারিনা বলেন, ‘একটি অসামান্য চরিত্র। এই বড় কাজটির সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’ তবে উল্লেখ করার মতো বিষয় হলো মার্ভেলের প্রথম হিন্দি সিরিজ এটিই। এমন প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারা অত্যন্ত গর্বের বলে জানান কারিনা। চিত্রনাট্য পাওয়ার পরেই তিনি বুঝতে পেরেছিলেন, কেন নির্মাতারা তাকে এই চরিত্রের জন্য চেয়েছেন। কারিনা বলেন, ‘ব্ল্যাক উইডো নির্ভীক, শক্তিশালী এবং বুদ্ধিমতী।’

চরিত্রটি সম্পর্কে অপার মুগ্ধতা নিয়ে কারিনা আরো বলেন, ‘আমার আশা, আমার কণ্ঠ দিয়ে নিজের ছাপ রাখতে পারব এই সত্যিকারের বৈগ্রহিক চরিত্রে।’ এছাড়া নতুন কোনো হিন্দি ফিল্মে আবার কবে দেখা যাবে, এমন প্রশ্নে কারিনা বলেন, ‘তা নিয়ে কথা চলছে। খুব শিগগিরই জানবে সবাই। অনেকেই ভেবেছিলেন আমি বোধহয় বাচ্চাকাচ্চা আর সংসারের জন্য পুরো অবসরে চলে গিয়েছি, ফিল্ম ছেড়ে দিয়েছি। কিন্তু বিষয়টি যে সবার পুরো ভুল ধারনা তা প্রমানের সময় এসেছে।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *